Thursday, March 23, 2023
Homeবিনোদনকারো বাগানবাড়িতে গিয়ে সময় কাটাতে পারব না: শ্রীলেখা

কারো বাগানবাড়িতে গিয়ে সময় কাটাতে পারব না: শ্রীলেখা

স্পষ্ট মন্তব্যের জন্য পরিচিত টলিউড অভিনেত্রী শ্রীলেখা মিত্র। যখন যেটা মনে আসে, অকপটে বলে দেন। এ কারণে অনেকের চক্ষুশূল তিনি। যদিও তাতে কিছুই যায় আসে না অভিনেত্রীর। নিজের স্বভাব-বৈশিষ্ট্যে আপস করতে রাজি নন তিনি।

অভিনেত্রী হিসেবে শ্রীলেখা বরাবরই প্রশংসিত। এরপরও তিনি কাজ কম পান। তাকে সেভাবে কেউ ডাকেন না। এমনকি তার কাজেও কেউ সেভাবে লগ্নি করতে চান না। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে ফেসবুকে অভিনেত্রী লিখেছেন, ‘এত কিছুর পরেও কেউ দুই-পাঁচ লক্ষ টাকা জোগান দেওয়ার চেষ্টা করবেন না। ভালবাসার কোনও মন্ত্রী নেই তো!’


একই প্রসঙ্গে কলকাতার একটি গণমাধ্যমকে শ্রীলেখা বললেন, ‘প্রযোজক পাব কী করে? শ্রীলেখা মিত্র তো এত দিন সৎ পথে থেকেছে। অসৎ পথে থাকলে সম্মান পাওয়া যায়। সরকারি পুরস্কারে পুরস্কৃত হওয়া যায়। এমনি এমনি তিন মাস হাতে কাজ নেই? তবু আমি কখনও নিজের পথ থেকে বিচ্যুত হব না।’

ইন্ডাস্ট্রিতে কাটিয়ে ফেলেছেন অনেকগুলো বছর। জনপ্রিয়তাও কম নয়। নতুন কাজে তবু ডাকছেন না কেউ। শ্রীলেখার স্পষ্ট বক্তব্য, ‘আমি কারো বাগানবাড়িতে গিয়ে সময় কাটাতে পারব না। ভালো কাজ করব বলে, সিনেমা তৈরি করব বলে টাকা দরকার। কিন্তু তার জন্য কারও পায়ের তলায় বসে থাকতে পারব না।’

নিজের বক্তব্য নিয়ে মোটেও চিন্তিত নন শ্রীলেখা। তার ভাষ্য, ‘আমাকে নিয়ে কে কী ভাবল, কে বৌদি বলল—এগুলোতে কিছু যায় আসে না। স্পষ্ট কথা বলি বলে পরোক্ষভাবে অনেক হুমকিও এসেছে। কাউকে ভয় করি না আমি।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments