Friday, September 29, 2023
Homeজামালপুরকুমারপাড়ায় কৃষক মজিদের কলার বাগান বিষ দিয়ে ধ্বংসের চেষ্টা

কুমারপাড়ায় কৃষক মজিদের কলার বাগান বিষ দিয়ে ধ্বংসের চেষ্টা

এম.এ রফিক : জামালপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের কুমারপাড়া গ্রামের মৃত তায়েজ মন্ডলের পুত্র হতদরিদ্র কৃষক মজিদ তার বাড়ীর পাশে ২০ শতাংশ জমি লিজ নিয়ে কলার বাগান গড়ে তুলে। বাগানের কলা বিক্রয়ের সময় হয়ে এসেছে। এরই মধ্যে কে বা কারা রাতের আধারে মজিদের কলার বাগানে বিষ প্রয়োগ করে প্রায় লক্ষাধিক টাকার কলা নষ্ট করে ফেলেছে। এ বিষয়ে হতদরিদ্র কৃষক মজিদ কান্না কন্ঠে বলেন আমি প্রায় ৩০ হাজার টাকা খরচ করে ২০ শতাংশ জমির উপর কলার বাগানটি গড়ে তুলেছি। বিষ প্রয়োগ করে কে বা কারা কলার বাগানটি নষ্ট করে ফেলেছে। এতে আমার স্বপ্ন আজ ধুলিসাৎ হয়ে গেছে। স্থানীয় ইউপি সদস্য মোঃ আব্দুল মোতালেব বলেন, এটি একটি দুঃখজনক ঘটনা। লোকটি অত্যন্ত অসহায়, কি কারণে এভাবে বিষ প্রয়োগে কলার বাগানটি নষ্ট করা হলো তা আমাদের বোধগম্য নয়। উপ সহকারী কৃষি কর্মকর্তা মোঃ শাহজাহান বলেন বিষয়টি শুনতে পেরে প্রথমে আমরা বাগানে পানি প্রয়োগ করতে বলেছি, পরবর্তীতে সরেজমিনে দেখে বাগানের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। কেন্দুয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম খান সোহেল বলেন এটি একটি দুঃখজনক ঘটনা, আমরা চেষ্টা করবো অসহায় মজিদকে সরকারি ভাবে কৃষি সহায়তা প্রদানের। তবে এই ঘটনার সাথে যারা জড়িত তাদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments