Friday, September 29, 2023
Homeদেশজুড়েজেলার খবরকুড়িগ্রামে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের

কুড়িগ্রামে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের

কুড়িগ্রামের রাজারহাটে পানিতে ডুবে মাহাদী (১৩) ও ফারাবী (১২) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৫ এপ্রিল) দুপুরে এই দুর্ঘটনা ঘটে।

নিহত মাহাদী উপজেলার নাজিম খাঁন ইউনিয়নের আলসিয়া পাড়া এলাকার সাজিদুল ইসলাম সাজুর ছেলে ও ফারাবী একই এলাকার সোহান মিয়ার ছেলে। নিহতরা সম্পর্কে চাচাতো ভাই।

নাজিম খাঁন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক পাটোয়ারী নয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ দুপুরের দিকে পরিবারের অজান্তে শিশু দুটি বাড়ির পাশের খালের পানিতে পড়ে যায়। পরিবারের লোকজন তাদেরকে খোঁজাখুঁজি করতে থাকেন। একপর্যায়ে খালে তাদের মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে খাল থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

রাজারহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ হীল জামান বলেন, পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর বিষয়টি শুনেছি। তবে কেউ অফিসিয়ালি আমাকে জানায়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments