Sunday, August 7, 2022
Homeবিনোদনকৃতী শ্যাননের সোশ্যাল মিডিয়া পোস্টে অমিতাভ বচ্চনের কমেন্ট

কৃতী শ্যাননের সোশ্যাল মিডিয়া পোস্টে অমিতাভ বচ্চনের কমেন্ট

আ. জা. বিনোদন:

বিগ বি যতটা সিরিয়াস, ততটাই রসিক মানুষ। স্ক্রিনজুড় তার মতো রোমান্স কম নায়কই করতে পারেন। তা যে যৌবনের সিলসিলায় হোক বা বয়সকালে বাগবান ছবি। সব কিছুতেই যেন অমিতাভের রোমান্টিকতা সব বয়সী মেয়ের মন কাড়ে। এবার এমন ধরনের আচরণ তিনি তুলে ধরলেন নায়িকা কৃতী শ্যাননের সোশ্যাল মিডিয়া পোস্টে। ব্যাস শুরু হল বিগ বিকে নিয়ে আলোচনা। কৃতি বলিউডের উঠতি নায়িকাদের মধ্যে অন্যতম। বেশ ভাল কিছু ছবিতে তার কাজে মুগ্ধ দর্শক। সুন্দরী, বুদ্ধিমতী নায়িকা সোশ্যাল মিডিয়ায় খুব সক্রিয়। মাঝেমধ্যেই দারুণ সুন্দর সব ছবি পোস্ট করে ভক্তদের মন কাড়েন। এবার তিনি এমন একটি ছবি দিলেন, যা এককথায় খুবই সাহসী বলা যায়। ডিপ নেক এবং হাই থাই স্লিট ড্রেসে কৃতিকে লাগছিল অনবদ্য। হাল্কা ভেজা চুলে, নিজের যৌন আবেদনে সকল পুরুষের মনে ঝড় তুলতে তৈরি কৃতি। তবে সেই পুরুষের দলে যে বিগ বি সামিল হবেন, তা কে জানত। কৃতী এই ছবিতে লেখেন, কেউ সালসা করতে চান? তার উত্তরে অভিনেত্রী পত্রলেখা বেশ কয়েকটি ইমোজি পোস্ট করেন। আর অমিতাভ বচ্চন লেখেন ওয়াও এবং তার সঙ্গে জুড়ে দেখন একটি হৃদয় আকারের ইমোজি। সকলের নজরে পড়ে সেটি। অর্থাৎ কৃতির এই ছবি অমিতাভেরও মন ছুঁয়ে গিয়েছে।

কৃতী যেন এমন কমেন্টে বেশ লজ্জা পেয়েছেন। তাই অমিতাভকে উত্তরে তিনি শুধু জোড়া হাতের ইমোজি তুলে ধরেছেন। যার অর্থা দাঁড়ায় প্রণাম! সত্যিই তো ৭০ পেরোনো বিগ বি-র এমন কেমন্টের কী বা উত্তর দিতেন তিনি। একই সঙ্গে কৃতির প্রতি যে স্নেহ অমিতাভ দেখিয়েছেন, তাতে নায়িকা যেন খুবই আবেগতাড়িত।হবে নাই যা কেন, বলিউডের শাহেনশাহের এমন প্রশংসা তো সকলের কপালে জোটে না। আপাতত কৃতী কাজ শেষ করলেন বচ্চন পান্ডে ছবির। জয়সলমিরে ছিল শেষ কয়েকদিনের শ্যুট। এই ছবিতে অক্ষয়ের বিপরীতে তাকে দেখা যাবে। এছাড়াও আদিপুরুষ ছবিতে তাকে দেখা যাবে বাহুবলী খ্যাত নায়ক প্রভাসের বিপরীতে। আবারও টাইগার শ্রফের সঙ্গে শুরু হবে তার নতুন কাজ। অন্যদিকে অমিতাভের ছবি ছেঁরে মুক্তির অপেক্ষায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments