Sunday, September 24, 2023
Homeদেশজুড়েজেলার খবরকৃষকের ধান কেটে ঘরে তুলে দিলেন যুবলীগ নেতা

কৃষকের ধান কেটে ঘরে তুলে দিলেন যুবলীগ নেতা

লক্ষ্মীপুরে দুই কৃষকের প্রায় ৩ একর জমির পাকা বোরো ধান কেটে ঘরে তুলে দিয়েছেন যুবলীগ নেতা। জেলা যুবলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক বায়েজীদ ভূঁইয়ার উদ্যোগে নেতাকর্মীরা কৃষক হোসেন আহম্মেদ ও সাফায়েত উল্যার খেতের ধান কেটে দিয়েছেন।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত রামগঞ্জ উপজেলার লামচর ইউনিয়নের এনায়েতপুর এলাকায় এ ধান কাটা হয়।

জানা গেছে, তীব্র গরম ও শ্রমিক সংকটে কৃষক হোসেন আহম্মেদ ও সাফায়েত উল্যাহ খেতের পাকা ধান কাটতে পারছিলেন না। সামনে কালবৈশাখী ও অতিবৃষ্টির আশঙ্কা রয়েছে। এনিয়ে অধিকাংশ কৃষকের মাঝেই দুশ্চিন্তা দেখা দিয়েছে। খবর পেয়ে কেন্দ্রীয় যুবলীগের নির্দেশনা বাস্তবায়নে বায়েজীদ নিজেই নেতাকর্মীদের নিয়ে কৃষকের খেতের ধান কেটে দেন। নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সেই ধান বাড়িতেও পৌঁছে দেওয়া হয়।

বায়েজীদ ভূঁইয়ার জানান, নেতাকর্মীদের প্রতি প্রধানমন্ত্রী নির্দেশনা রয়েছে অসহায় কৃষকদের ধান কেটে মাড়াই করে দেওয়ার জন্য। সেই লক্ষ্যেই ২৫ এপ্রিল কেন্দ্রীয় যুবলীগ নেতাকর্মীদের প্রতি আহ্বান জানাই। যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের আহ্বান বাস্তবায়নে সারাদেশের নেতাকর্মীরা কাজ শুরু করে দিয়েছেন। বোরো মৌসুমের ফসল ঘরে তোলা পর্যন্ত এ কর্মসূচি পালন করবে যুবলীগ।  

কৃষক হোসেন আহম্মেদ ও সাফায়েত উল্যাহ জানান, প্রচণ্ড রোদে শ্রমিকরা কাজ করতে চাচ্ছে না। যারা কাজ করবে বলছে তারাও বেশি পারিশ্রমিক চাচ্ছে। বেশি পারিশ্রমিক দিয়ে ধান কাটতে গেলে লাভের মুখ দেখা অসম্ভব হয়ে পড়বে। কয়েকদিন আগেই ধান কাটার কথা ছিল। কিন্তু কাটা সম্ভব হয়নি। স্থানীয় লোকজন বিষয়টি যুবলীগ নেতা বায়েজীদ ভূঁইয়াকে জানায়। পরে বায়েজীদ ভূঁইয়া এসে নেতাকর্মীদের নিয়ে তাদের খেতের ধান কেটে বাড়িতে পৌঁছে দিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কেন্দ্রীয় যুবলীগ ও বায়েজীদ ভূঁইয়াকে কৃতজ্ঞতা জানিয়েছেন তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments