এম.এ রফিক : জামালপুর সদর উপজেলার কেন্দুয়ায় ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে সারাদেশ ব্যাপী বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শনিবার সন্ধ্যায় কেন্দুয়া বাজারে। বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন কেন্দুয়া ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি শেখ ফখরুল আলম লিটু। বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক ফারুক সোয়েব তালুকদার, সদস্য আরিফুর রহমান, কেন্দুয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহিদ, কেন্দুয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম খান সোহেল, সাবেক কেন্দুয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, কেন্দুয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মোরাদ হোসেন তরফদার, সাধারণ সম্পাদক আব্দুল মোতালেবসহ ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। এসময় বক্তারা বলেন সারাদেশে বিএনপির যে নৈরাজ্য সৃষ্টি করেছে তা প্রতিহত করার জন্য আওয়ামীলীগের নেতৃবৃন্দ রাজপথে রয়েছে। রাজপথেই তাদের সকল কর্মকান্ডের জবাব দেওয়া হবে। বিক্ষোভ মিছিলে কেন্দুয়া ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের সকল স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।