এম.এ রফিক: জামালপুর সদর উপজেলার ১নং কেন্দুয়া ইউনিয়ন পরিষদের উন্নয়নে ইউনিয়ন পরিষদ সংলগ্ন মাঠে মাটি ভরাটের কার্যক্রম গ্রহণ করেছে ইউপি চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম খান সোহেল। জানা যায় ২০২১ইং সালে বিপুল ভোটে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন সাইফুল ইসলাম খান সোহেল। তার আগে ইউনিয়ন পরিষদের ভবনটি প্রায় ১ কোটি টাকা দিয়ে নির্মান করা হলেও ভবনটির এক অংশ ভেঙ্গে পড়ার উপক্রম হয়েছিল। তাই ভবনটির রক্ষার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরানের নির্দেশনায় পরিষদ মাঠের মাটি ভরাটের কাজ করা হয়। এই কাজে ইউনিয়ন পরিষদের প্রায় ১০ লক্ষাধিক টাকা ব্যায় হয়েছে। এতে করে রক্ষা পেয়েছে ইউনিয়ন পরিষদ ভবনটি। এ বিষয়ে কেন্দুয়া ইউপি চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম খান সোহেল বলেন আমি চেয়ারম্যান হওয়ার পর দেখি ভবনের অনেক অংশ ফেটে গেছে। ঝুকিপূর্ন হয়ে পড়েছিল ভবনটি। এ নিয়ে স্থানীয় আজকের জামালপুর পত্রিকায় সংবাদ প্রকাশ হওয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে মাঠে মাটি ভরাটের কাজ করেছি। এতে করে এক দিকে যেমন ইউনিয়ন পরিষদের মাঠ প্রশস্ত হয়েছে অপর দিকে কোটি টাকার সরকারের এই ভবনটি রক্ষা পেয়েছে। সেই সাথে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের উন্নয়নমুলক কাজ করে যাচ্ছি প্রতিনিয়ত। উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরান বলেন ইউনিয়ন পরিষদে মাটি ভরাটের মাধ্যমে ক্ষতিগ্রস্থের হাত থেকে রক্ষা পেয়েছে ভবনটি। সেই সাথে পরিষদের প্রয়োজনে মাঠটি তারা ব্যবহার করতে পারবে। সুবিধা পাবে সাধারণ নাগরিকগণ।