নিজস্ব প্রতিনিধি : জামালপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়ন মহিলা আওয়ামীলীগের আয়োজনে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্ম বার্ষিকি পালন করা হয়। জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্ম বার্ষিকি উপলক্ষ্যেকেন্দুয়া ইউনিয়ন মহিলা আওয়ামীলীগের সভাপতি মোছাঃ মর্জিনা বেগম এর বাড়িতে কেক কাটা ও দোয়ার আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ৯ নং ওয়ার্ড মহিলা আওয়ামীলীগের সভাপতি আয়শা আক্তার চামেলি, ৯ নং ওয়ার্ড মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোছাঃ তানিয়া বেগম, ৪ নং ওয়ার্ড মহিলা আওয়ামীলীগের সভাপতি ছাবিনা, সাধারণ সম্পাদক রেহেনা বেগম, ১ নং ওয়ার্ড মহিলা আওয়ামীলীগের সভাপতি হাসি বেগম, সাধারণ সম্পাদক শ্যমলি বেগম, ৬ নং ওয়ার্ড মহিলা আওয়ামীলীগের সভাপতি ছালেহা, সাধারণ সম্পাদক কাজল রেখা, সদস্য আলপনা, রেনুয়ারা, কাকিিল, সাহেদা, সবুজা সহ উপস্থিত ছিলেন বিভিন্ন ওয়ার্ড মহিলা আওয়ামীলীগের সদস্য বৃন্দ। অনুষ্ঠানে কেন্দুয়া ইউনিয়ন মহিলা আওয়ামীলীগের সভাপতি মোছাঃ মর্জিনা বেগম বলেন যার জন্ম না হলে আমরা একটি স্বাধীন দেশ পেতাম না। সেই বীর আমাদের জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজ ১০৩ তম জন্ম দিন এই দিন কে স্মরণ করে স্থানীয় শিশু দের নিয়ে ও বিভিন্ন ওয়ার্ডের নেত্রীদের নিয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।