Saturday, April 1, 2023
Homeবিনোদনকেন জাতে উঠতে পারছেন না, জানালেন শ্রীলেখা

কেন জাতে উঠতে পারছেন না, জানালেন শ্রীলেখা

নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়িয়েছে টলিউড অভিনেতা বনি সেনগুপ্তর। এই মামলায় আটককৃত কুন্তল ঘোষের কাছ থেকে ৪০ লাখ টাকা দামের গাড়ি নিয়েছিলেন তিনি। সম্প্রতি এ ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য ইডির পক্ষ থেকে ডাকা হয়েছে অভিনেতাকে।

এবার সেটার রেশ ধরেই বিদ্রুপাত্মক মন্তব্য এলো অভিনেত্রী শ্রীলেখা মিত্রর পক্ষ থেকে। ফেসবুকে তিনি লেখেন, ‘জীবনে একটা ইডি, সিবিআই-এর ডাক পেলাম না!!! রোজভ্যালি থেকে কুন্তল… ছিঃ ছিঃ’ বহু বছর ধরে যে নায়িকা একই কোম্পানির গাড়ি ব্যবহার করছেন, সেকথাও উল্লেখ করেছেন তার পোস্টে। শ্রীলেখা আরও যোগ করেন, ‘আর পরের ছবির প্রযোজকের আশায়। ধুর ধুর! পতিবাদ থুরি প্রতিবাদ করছি।’

এ প্রসঙ্গে আনন্দবাজার অনলাইনের পক্ষ থেকে যোগাযোগ করা হয় শ্রীলেখার সঙ্গে। তিনি বলেন, ‘জাতে উঠতে পারলাম না তো। বাংলা সিনেমা করে কত পারিশ্রমিক পাওয়া যায়, সেই ধারণা সকলেরই আছে। উঁচু দামি গাড়ি চড়ছ, ইডি সিবিআই ডাকছে, তারপর তা দাদা-দিদিদের ধরে ধামাচাপা দিতে পারছ কিনা, সেটাই তো এখন ট্রেন্ড। এই সব দেখেও অনেকে চুপ থাকে। শ্রীলেখা এমনি এমনি কিছু বলে না। যার সম্পর্কে বলে সঠিক কারণেই বলে।’

বরাবরই প্রতিবাদী শ্রীলেখা। যেকোনো অন্যায়ের বিরুদ্ধেই সরব হন তিনি। বিষ প্রয়োগে পথ কুকুর হত্যায় থানায় গিয়ে অভিযোগও করেছেন অভিনেত্রী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments