এম.এ রফিক : শিক্ষার গুনগতমান উন্নয়নের লক্ষ্যে কৈডোলা শাহবাজপুর উচ্চ বিদ্যালয়ে বৃহস্পতিবার বিদ্যালয় প্রাঙ্গনে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে সভাপতিত্ব করেন কৈডোলা শাহবাজপুর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ হাফিজুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৈডোলা শাহবাজপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ একরামুল হক ফেরদৌস তালুকদার। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ম্যানেজিং কমিটির সদস্য, অভিভাবকগন বক্তব্য রাখেন। এ সময় তারা শিক্ষার্থীদের পড়াশোনার বিষয়ে অভিভাবকদের নিয়ে মত বিনিময় করেন। পড়াশোনার মান উন্নয়নে শিক্ষার্থীদের বিষয়ে প্রতিনিয়ত খোজখবর নেওয়ার জন্য অভিভাবকদের সচেতন হওয়ার জন্য আহ্বান জানান। সেই সাথে শিক্ষার্থীরা যেন মোবাইল ফোন নিয়ে বিদ্যালয়ে আসতে না পারে সেই দিকনির্দেশনা দেন বিদ্যালয় কর্তৃপক্ষ।