Tuesday, February 7, 2023
Homeবিনোদনকোথায় যাচ্ছেন মনামী, চান না জানাতে 

কোথায় যাচ্ছেন মনামী, চান না জানাতে 

পরনে হলুদ ট্র্যাকপ্যান্ট। সাদা স্নিকার্স। মাথায় টুপি আর মোটা জ্যাকেট। এমনই এক লুকে ধরা দিলেন অভিনেত্রী মনামী ঘোষ। বিমানবন্দরের করিডরে একের পর এক ছবি নায়িকার।  

সোশ্যাল মিডিয়াতে নিজের সেসব ছবি ছবি দিয়ে মনামী লেখেন, এই ডিসেম্বরে বিমানবন্দরের সঙ্গেই সম্পর্কে জড়াতে চলেছি। 

কোথায় চললেন সুন্দরী? এই প্রশ্নে তিনি বলেন, আপাতত গোপনই রাখতে চাই কোথায় যাচ্ছি। সকলেই জানতেই পারবেন খুব তাড়াতাড়ি। 

প্রসঙ্গত, অভিনেত্রী যে ঘুরতে প্রচণ্ড ভালবাসেন, তা তো নায়িকার ইনস্টাগ্রামে চোখ রাখলেই বোঝা যায়। কখনও পাহাড় তো কখনও আবার সমুদ্রসৈকতে ভ্রমণের ছবি দেখেছেন দর্শক। তবে এ বার কোথায় চললেন বোঝা যাচ্ছে না। 
এই মুহূর্তে ‘ডান্স ডান্স জুনিয়র’-এর মঞ্চে বিচারকের আসনে তাকে দেখছেন দর্শক। যত দূর সম্ভব ইতোমধ্যেই শেষ হয়ে গেছে শোয়ের শুটিং। আপাতত নতুনভাবে নায়িকাকে দেখার অপেক্ষায় দর্শক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments