Friday, July 23, 2021
Home জাতীয় কোরবানির পশু পরিবহন শুরু করেছে রেলওয়ে

কোরবানির পশু পরিবহন শুরু করেছে রেলওয়ে

আ.জা. ডেক্স:

আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে কোরবানির পশু পরিবহন শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। ফলে শাকসবজি, আমের পর এবার কোরবানির গরু ট্রেনে চড়ল। প্রচলিত ভাড়ায় কোরবানির পশু পরিবহন করা হচ্ছে। গত মঙ্গলবার রাতে ২৫ বগির ক্যাটল ট্রেনটি জামালপুরের ইসলামপুর রেলওয়ে স্টেশন থেকে ঢাকার উদ্দেশে রওনা দেয়। ঢাকায় পৌঁছায় গতকাল বুধবার সকালে। ট্রেনে গরু আনা বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, পরিবহনে কম খরচ ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে তারা খুশি। প্রতিটি গরু ঢাকায় আনতে খরচ হয়েছে ৫০০ টাকা। আর পুরো বগি বুকিংয়ে লেগেছে ৮ হাজার টাকা। তারা বলছেন, ট্রাকে গরু পরিবহনে অনেক খরচ। সেই তুলনায় ট্রেনে গরুপ্রতি ভাড়া অনেক কম পড়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ট্রেনের ব্রডগেজের ওয়াগনে ১৬টি করে গরু পরিবহন করা হয়েছে। প্রতিটি গরুর জন্য ভাড়া নেয়া হয়েছে ৫০০ টাকা এবং প্রতিটি ওয়াগনের ভাড়া নেয়া হয়েছে ৮ হাজার টাকা। স¤প্রতি ক্যাটল ট্রেনের বিষয়ে এক সংবাদ সম্মেলনে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, আসন্ন পবিত্র ঈদুল আজহায় বাংলাদেশ রেলওয়ে প্রচলিত ভাড়ায় উত্তরাঞ্চল ও পশ্চিমাঞ্চল থেকে ঢাকা ও চট্টগ্রামমুখী কোরবানির পশু পরিবহনের উদ্যোগ নিয়েছে। ব্যবসায়ীদের চাহিদার ভিত্তিতে এ ট্রেনের উদ্যোগ নেয়া হয়েছে। গাইবান্ধা, পাবনা ও কুষ্টিয়া থেকে চট্টগ্রামে আনতে প্রতি গরুর ভাড়া সর্বোচ্চ ২৫০০ এবং ঢাকায় ১৫০০ থেকে ২০০০ টাকা পড়বে।

জানা গেছে, মিটারগেজের একটি লাগেজ ভ্যানে ১৬টি গরু পরিবহন করা সম্ভব। আর ব্রডগেজে ২০-২১টি গরুর ওঠানো যাবে। এমন একটি মিটারগেজ ট্রেন গাইবান্ধা থেকে চট্টগ্রামে পর্যন্ত যেতে ৩৩-৩৪ হাজার টাকা ভাড়া পড়বে। পাবনা থেকে ঢাকা এলে ভাড়া আরও কম লাগবে। সবমিলিয়ে একটি গরু ঢাকা আনলে দেড় থেকে দুই হাজার টাকার মধ্যে খরচ পড়তে পারে। চট্টগ্রামে গেলে দুই থেকে আড়াই হাজার টাকা লাগবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

সবার জন্য ভ্যাকসিনের পদক্ষেপ নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী

আ.জা. ডেক্স: প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা প্রতিরোধকল্পে স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর পুনরায় গুরুত্বারোপ করে পবিত্র ঈদুল আযহায় দেশের...

জামালপুরে করোনা প্রতিরোধে গো-হাটা ইজারাদারদের নিয়ে আলোচনা সভা

এম.এ রফিক: জামালপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার উপজেলা পরিষদে করোনা ভাইরাস প্রতিরোধ সংক্রান্ত বিষয় নিয়ে গো-হাটা ইজারাদারদের সাথে...

মেলান্দহের ফুলকোচায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গাছ কর্তন

নিজস্ব সংবাদদাতা: জামালপুর জেলার মেলান্দহ থানার অন্তর্গত ৮নং ফুলকোচা ইউনিয়নের মুন্সি পাড়ায় বিজ্ঞ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে প্রায় লক্ষাধিক...

ইসলামপুরে ৫৯হাজার ৫৬৬টি পরিবারে ভিজিএফ বিতরণ

ওসমান হারুনী: জামালপুরের ইসলামপুরে পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে বন্যা/অন্যান্য দুর্যোগ/দু:স্থ/ীঅতিদরিদ্র ভিক্ষুক পরিবারের মাঝে ভিজিএফ কর্মসূচির আওতায় ইসলামপুর উপজেলার ১২টি...

Recent Comments