ক্রয়কৃত জমি বুঝিয়ে না দেওয়ায় ভুক্ত ভোগীর সংবাদ সম্মেলন

আঞ্চলিক প্রতিনিধি : কুড়িগ্রমের রাজিবপুর উপজেলার সদর ইউনিয়নের মোস্তান মোড় এলাকায় মৃত নশের আলী ফকির এর ছেলে কবীর হোসেন, ক্রয়কৃত জমি বুঝিয়ে না দেওয়ায় সংবাদ সম্মেলন করেছেন।
জাউনিয়রচর কাচানীপাড়া গ্রামের কবীর হোসেন, দীর্ঘ দিন প্রবাসে থেকে টাকা ইনকাম করে বাড়িতে এসে জাউনিয়রচর মোসÍান মোড় এলাকায় সারে ১৯ শতক জমি ক্রয় করে। একই মালিকের আরো ১০ শতক জমি মৃত জবানু শেখ এর ছেলে চাঁন মিয়া ক্রয় করেন।
কবীর হোসেন এর অভিযোগ সে ক্রয়কৃত সারে ১৯ শতক জমির মধ্যে ১৮ শতক জমি ভোগ দখল করে আসছে, বাকি দেড় শতক জমি চাঁন মিয়া জোর দখল করে নিয়েছে। কবীর হোসেন, বলেন আমি জমি উদ্ধারে দফায় দফায় গ্রাম্য সালিশী বৈঠক ডেকেছি কিন্তু জমি উদ্ধার করতে পারিনি, পরে আমি আদালতের শরণাপন্ন হয়েছি।
আদালত আমার পক্ষে এক তরফা রায় দিয়েছে, কিন্তু আমার লোকবল না থাকায় আমি জমিতে যেতে পারছি না। আমি জমিতে গেলে উল্লেখিত বিবাদীগন প্রকাশ্যে মেরে ফেলার হুমকি দেয়। উর্দ্বতন কর্তৃপক্ষের কাছে আমার জোরালো দাবী বিষয়টি সরে জমিন তদন্ত করে আইনানুগ ব্যাবস্থা গ্রহন করবেন।