Friday, September 29, 2023
Homeজামালপুরখন্ডকালীন প্রশিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি (সংশোধনী)

খন্ডকালীন প্রশিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি (সংশোধনী)

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
অধ্যক্ষের কার্যালয়
মেলান্দহ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, শিমুলতলী (ফুলছেন্না)
মেলান্দহ, জামালপুর।
স্মারক নং-৪৯.০১.৩৯৬১.০০৪.১৮.০০১.২৩.০৫ তারিখ-২৭/০৪/২০২৩ খ্রিঃ

অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেষ্টমেন্ট প্রোগ্রাম এর অর্থায়নে জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষন ব্যুরোর অধিনস্থ মেলান্দহ, কারিগরি প্রশিক্ষন কেন্দ্র, শিমুলতলী (ফুলছেন্না) মেলান্দহ, জামালপুর ০৪ মাস (৩৬০ ঘন্টা) মেয়াদী “মোটর ড্রাইভিং উইথ বেসিক মেইনন্টেস” কোর্সে নিু বর্ণিত পদসমূহে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে “খন্ডকালীন প্রশিক্ষক” নিয়োজিত করনের নিমিত্তে বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহবান করা যাচ্ছে। গত ৩০/০৪/২০২৩ ইং তারিখ দৈনিক আজকের জামালপুর পত্রিকায় প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি আবেদনের নিয়মাবলীর ২নং কলামের তারিখ ০২/০৫/২০২৩ ইং এর পরিবর্তে ০৫/০৫/২০২৩ ইং তারিখ পর্যন্ত ডাকযোগে/সরাসরি প্রেরণ করা যাবে।

(মোঃ সাইদুল ইসলাম)
অধ্যক্ষ
মেলান্দহ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র।
শিমুলতলী (ফুলছেন্না), মেলান্দহ, জামালপুর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments