২০২৩ সালে বর্ষব্যাপি অবিভক্ত বাংলা ও আসামের শিক্ষা বিভাগের সহকারী পরিচালক (১৯২৪-২৯), বিশিষ্ট শিক্ষাবিদ, শিক্ষা ও সমাজ সংস্কারক, সাহিত্যিক, দার্শনিক খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) এঁর ১৫০তম জন্মবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে মিরপুর আহ্ছানিয়া মিশন গরীব অসহায় দুঃস্থদের মাঝে শীত বস্ত বিতরণ করেন গত শনিবার বাদ মাগরীব মিলাদ মাহফিলের পর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইব্রাহীম হাসান মিঠু, প্রধান অতিথির হিসাবে বক্তব্য রাখেন মিরপুর মিশনের সাধারণ সদস্য মীর নিজাম উদ্দিন অন্যান্যের মধ্যে বাক্তব্য রাখেন সংগনের সদস্য মো. নোমান সরদার, মাষ্টার হাসান, মো. ইউসুফ প্রমূখ ।