Wednesday, June 26, 2024
Homeঅর্থনীতিখুলনায় সী-পার্ল হসপিটালিটি গ্রুপের রিজিওনাল অফিস চালু

খুলনায় সী-পার্ল হসপিটালিটি গ্রুপের রিজিওনাল অফিস চালু

খুলনা নগরীর মোহাম্মদ নগর মোড়ে সম্প্রতি সী-পার্ল হসপিটালিটি গ্রুপের খুলনা রিজিওনাল অফিসের উদ্বোধন হয়েছে।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টোয়াসের সভাপতি মঈন জমাদ্দার, সী-পার্ল হসপিটালিটি গ্রুপের ডিজিএম তানভীরুল ইসলাম ও অপারেশন ম্যানেজার জাহিদুল ইসলাম।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা প্রেস ক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম, খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ফারুক আহমেদ, খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটির সভাপতি মল্লিক সুধাংশু।

সী-পার্ল গ্রুপ শিগগিরই বটিয়াঘাটা খুলনায় পাঁচ তারকা মানের রিসোর্ট নির্মাণ শুরুর উদ্যোগ হাতে নিয়েছে। দুটি চলমান ক্রুজ আকর্ষণীয় অফারে চলছে খুলনা-সুন্দরবন রুটে। খুলনাবাসী পর্যটন বিষয়ক সব ধরনের সেবা নিতে পারবেন খুলনায় চালু হওয়া নতুন এ অফিস থেকে।

উদ্বোধন শেষে প্রতিষ্ঠানের সার্বিক কল্যাণের লক্ষ্যে বিশেষ দোয়ার আয়োজন করা হয়।

এমএআর/

Most Popular

Recent Comments