Monday, August 8, 2022
Homeআন্তর্জাতিকগঙ্গার পানি বাড়ায় গণকবর থেকে বেরিয়ে আসছে মরদেহ

গঙ্গার পানি বাড়ায় গণকবর থেকে বেরিয়ে আসছে মরদেহ

আ.জা. আন্তর্জাতিক :

ভারতের উত্তর প্রদেশে বৃষ্টিতে গঙ্গার পানি বাড়তেই নদীর তীরের গণকবর থেকে বেরিয়ে আসছে একের পর এক মৃতদেহ।
ধারণা করা হচ্ছে গণকবর থেকে বেরিয়ে আসা মরদেহগুলো করোনায় মারা যাওয়া রোগীদের। যদিও বিষয়টি অস্বীকার করছে রাজ্যটির স্থানীয় প্রশাসন। গত কয়েক দিনে রাজ্যটির প্রয়াগরাজ এলাকায় এরকম বেশ কিছু মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার স্থানীয় প্রশাসন জানায়, ২৪ ঘণ্টায় সেখানে অন্তত ৪০টি মৃতদেহ সৎকার করা হয়েছে। তবে, সেগুলো কোভিড রোগীদের কিনা সে বিষয়ে স্পষ্ট কিছু জানানো হয়নি। এদিকে, স্থানীয় মেয়র জানিয়েছেন, রাজ্যে বেশ কিছু স¤প্রদায় মৃত ব্যক্তিদের কবর দেন। গঙ্গার পানি বেড়ে যাওয়ায় সেই দেহগুলোই বালির নীচ থেকে বেরিয়ে আসছে। এর আগে, গত মে মাসে উত্তরপ্রদেশে এ ধরনের ঘটনা সামনে আসার পর রাজ্য সরকারও একই দাবি করেছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments