নওপাড়া ইউনিয়নের ছালাম বেপারীর মৃত্যুতে বুলুর শোক

শরীয়তপুর জেলার নড়িয়া থানার নওপাড়া ইউনিয়নের ছালাম বেপারী মারা গেছেন।নানা জটিল রোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন আমিনুল ইসলাম বুলু।

শোক বার্তায় বুলু বলেন, নওপাড়া ইউনিয়নের সর্বজন শ্রদ্ধেয় এই মুরব্বীর সাথে আমার সুসম্পর্ক ছিল। আমি যখন নওপাড়া বাজারে দোকানদারী করেছি। তখন আমার প্রিয় ছালাম বেপারী আমাকে সৎ পরামর্শ ও বৃদ্ধি দিতেন।ছালাম বেপারী ছিলেন একজন সৎ ও নিষ্ঠাবান মানুষ ।

তিনি আমার কাছে প্রিয় মানুষ ছিলেন, বন্ধুবৎসল ছিলেন।আমার কাছে মনে হয় “ তিনি এলাকার সু-পরিচিত একজন ব্যক্তি ছিলেন।  তার চলে যাওয়াটা আমাদের নওপাড়া ইউনিয়নে একটা শূন্যতা সৃষ্টি করেছে।”

শোক বার্তায় বুলু মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।