চাঁপাইনবাবগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। সোমবার (২৪ এপ্রিল) দুপুর ১২টার দিকে সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের পশ্চিমপাড়া বিলে সড়কের পাশে থাকা গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আর বেলা সাড়ে ১১টার দিকে রামচন্দ্রপুরহাট বেয়াড়াপাড়া এলাকায় অটোরিকশা থেকে পড়ে মাইক্রোবাসের ধাক্কায় এক শিশু নিহত হয়েছে।
নিহতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার দ্বারিয়াপুর এলাকার সাইফুল ইসলামের ছেলে জাহিদ হোসেন (১৯) ও সদর উপজেলার ইসলামপুর কাজিপাড়া এলাকার আব্দুর রশিদের ছেলে উমর ফারুক হোসেন (১৭) এবং সদর উপজেলার গোলাপেরহাট পারধুমি ট্যাপাপাড়া গ্রামের আব্দুর রকিবের মেয়ে আফিয়া খাতুন (৩)।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, শাহজাহানপুর ইউনিয়নের পশ্চিমপাড়া বিল দিয়ে জাহিদ হোসেন ও উমর ফারুক মোটরসাইকেল নিয়ে আসছিল। এ সময় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই মারা যায় তারা। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়।
তিনি আরও জানান, পরিবারের সদস্যদের সঙ্গে অটোরিকশায় যাওয়ার পথে গাড়ি থেকে পড়ে যায় আফিয়া খাতুন। এ সময় পেছন থেকে আসা একটি মাইক্রোবাস তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয় আফিয়া। তাকে উদ্বার করে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উভয় ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে পরিবারের নিকট মরদেহ হস্তান্তর করা হয়েছে বলো জানান এই পুলিশ কর্মকর্তা।