Friday, September 29, 2023
Homeজামালপুরগোদাশিমলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবকদের স্মারকলিপি প্রদান

গোদাশিমলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবকদের স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিনিধি : জামালপুর সদর উপজেলার শরীফপুর ইউনিয়নের গোদাশিমলা উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটি গঠন নিয়ে স্থানীয় শিক্ষার্থীদের অভিভাবকগণ সোমবার বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নিকট স্মারকলিপি প্রদান করেছে। জানা যায় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির এডহক কমিটি গঠন নিয়ে নিয়ে সভাপতি পদে মোঃ আবু সাইদ সবুজ নামের একজনকে ডিও লেটার দিয়েছেন সংসদ সদস্য। কিন্তু তার নামে মামলা থাকায় স্থানীয়রা তাকে বাদ দিয়ে এডহক কমিটি গঠনের জন্য প্রধান শিক্ষকের নিকট এই স্মারকলিপি ও মামলার কপি দেন। এ বিষয়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আয়নাল হক বলেন, “এমপি মহোদয়ের একটি ডিও লেটার সবুজ বিদ্যালয়ে জমা দিয়েছে অপরদিকে স্থানীয় অভিভাবকরা সোমবার বিদ্যালয়ে তার বিরুদ্ধে স্মারকলিপি ও মানববন্ধন করেছে। আমি স্মারকলিপিটি এমপি মহোদয়ের নিকট পাঠিয়ে দিবো। তিনি যেভাবে ব্যবস্থা নিবেন সেইভাবেই কমিটি গঠন করা হবে।” সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ ইঞ্জিঃ মোজাফফর হোসেনের এপিএস মোঃ সাইফুল ইসলাম বলেন, ইউনিয়ন আওয়ামীলীগের সুপারিশে ডিও লেটার ইস্যু করা হয়েছিল। এলাকায় যদি সমস্যা সৃষ্টি হয় সেক্ষেত্রে সবার সাথে সম্বন্বয় করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয় বাসিন্দা শহিদ বলেন, একটি বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির জন্য কিভাবে একটি মামলার আসামীকে এডহক কমিটির সভাপতি হিসেবে সংসদ সদস্য ডিও লেটার দেন তা আমাদের বোধগম্য নয়। আশা করি আমাদের দাবি মেনে নিয়ে এডহক কমিটির জন্য অন্য কাউকে মনোনিত করবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments