শেরপুর সংবাদদাতা : ঈদ উল ফিতর উপলক্ষে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ৬৭ গ্রাম পুলিশদের মাঝে ঈদ উপহার প্রদান করা হয়েছে। রোববার দুপুরে থানা পুলিশের সভাকক্ষে উপহার সামগ্রী তুলে দেন শেরপুরের সহকারী পুলিশ সুপার (নালিতাবড়ি সার্কেল) রায়হানা ইয়াসমীন। উপহার সামগ্রীর মধ্যে ছিল- সেমাই, চিনি, গুঁড়ো দুধ, সাবান।
ঝিনাইগাতী থানা পুলিশ আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন থানার অফিসার ইনচার্জ মো. মনিরুল আলম ভূঁইয়া। এ সময় থানার ওসি (তদন্ত) মো. আবুল কাশেম পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
শেরপুরের সহকারী পুলিশ সুপার (নালিতাবড়ি সার্কেল) রায়হানা ইয়াসমীন বলেন, গ্রাম পুলিশের সদস্যরা পুলিশের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে কাজ করে থাকেন। থানা পুলিশের সঙ্গে গ্রাম পুলিশ বিশেষভাবে সম্পৃক্ত রয়েছে। তারা থানা পুলিশকে বিভিন্নভাবে তথ্য দিয়ে সাহায্য করেন। এজন্যই পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় ঈদ উপলক্ষে গ্রাম পুলিশের সদস্যদের উপহার দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।