Sunday, September 24, 2023
Homeখেলাধুলাগ্রুপ অব ডেথে আর্জেন্টিনা, সহজ প্রতিপক্ষ ব্রাজিলের 

গ্রুপ অব ডেথে আর্জেন্টিনা, সহজ প্রতিপক্ষ ব্রাজিলের 

বিশ্ব ফুটবলে আর্জেন্টিনা বড় নাম তাতে সন্দেহ নেই। ৯ মাস আগেই লিওনেল মেসির হাত ধরে নিজেদের ইতিহাসে তৃতীয় বিশ্বকাপ ঘরে তুলেছে তারা। এছাড়া অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ জিতেছে ডিয়েগো ম্যারাডোনার যুগেই। এরপর মেসিও পেয়েছেন সেই শিরোপার স্বাদ। তবে এখন পর্যন্ত অনূর্ধ্ব-১৭ পর্যায়ে বিশ্বকাপ জেতা হয়নি আর্জেন্টাইন যুবাদের।

অধরা সেই শিরোপার লক্ষ্যে এবার ইন্দোনেশিয়ায় যাবে আলবিসেলেস্তেরা। ইন্দোনেশিয়া তে ১০ নভেম্বর থেকে ২ ডিসেম্বর ২০২৩ পর্যন্ত চলবে এবারের ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ। ২৪ দলের এই বিশ্বকাপে এবার গ্রুপ ‘ডি’ থেকে অংশ নিচ্ছে আর্জেন্টিনা। যেখানে তাদের প্রতিপক্ষ জাপান, পোল্যান্ড এবং সেনেগাল। 

তবে বর্তমান চ্যাম্পিয়ন ব্রাজিল পেয়েছে সহজ এক গ্রুপ। ‘সি’ গ্রুপে তাদের খেলতে হবে ইংল্যান্ড, ইরান এবং নিউ ক্যালিডোনিয়ার বিপক্ষে। আর্জেন্টিনার তুলনায় কিছুটা সহজ গ্রুপেই থাকছে ব্রাজিল। টুর্নামেন্টে এখন পর্যন্ত ৪ বার শিরোপা পেয়েছে দলটি। এবারেও তারা নামবে ফেবারিটের তকমা নিয়ে। 

এবারের আসরের বড় চমক নাইজেরিয়ার অনুপস্থিতি। সর্বোচ্চ ৫ বারের চ্যাম্পিয়ন আফ্রিকান দেশটি এবার জায়গাই করতে পারেনি সেরাদের লড়াইয়ে। নাইজেরিয়া ছাড়াও আফ্রিকান অঞ্চলের আরেক হট ফেবারিট ঘানাও নেই এই আসরে। 

২৪ দলের এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ইন্দোনেশিয়ার চার শহরে। ২ ডিসেম্বর শেষ হবে ফিফার এই বয়সভিত্তিক বিশ্বকাপ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments