Wednesday, August 4, 2021
Home খেলাধুলা গড় মাত্র ২৮.৬৬! কোহলি কি ছন্দ হারিয়েছেন?

গড় মাত্র ২৮.৬৬! কোহলি কি ছন্দ হারিয়েছেন?

আ. জা. স্পোর্টস:

দেশ ও দেশের বাইরে দারুণ ছন্দে আছে ভারতীয় দল। অস্ট্রেলিয়া থেকে টেস্ট সিরিজ জিতে দেশে ফিরেই ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ে রবি শাস্ত্রীর দল এখন উড়ছে। তবে দলের সবচেয়ে বড় তারকা বিরাট কোহলি ফর্মে নেই। ইংল্যান্ডের বিপক্ষে শেষ টেস্টে ৮ বলে ০ রান করে আউট হয়ে যাওয়ার পর সোশ্যাল সাইটে ভারত অধিনায়কের ফর্ম নিয়ে আলোচনা শুরু হয়েছে। ইংল্যান্ডের বিপক্ষে সদ্য সমাপ্ত টেস্ট সিরিজে কোহলি দুই বার ০ রানে আউট হয়েছেন। টেস্টে কোহলির শেষ সেঞ্চুরি বাংলাদেশের বিপক্ষে ২০১৯ সালের নভেম্বরে দিবা-রাত্রির ম্যাচে। তবে তারপর থেকে তিনি মাত্র ৭টি টেস্ট খেলেছেন। ওয়ানডে ম্যাচেও কোহলির শেষ সেঞ্চুরি ২০১৯ সালে পোর্ট অফ স্পেনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে কোহলির সর্বোচ্চ রান ৭২। মোট ৬টি ইনিংসে ২৮.৬৬ গড়ে করেছেন ১৭২ রান। ২০১৬ সালের জুলাই থেকে ২০১৮ সালের জানুয়ারি- এই দেড় বছরে কোহলি ২৫টি টেস্ট খেলে ৭১.১১ গড়ে করেছেন ২৫৬০ রান। সেঞ্চুরি ১০টি, ডাবল সেঞ্চুরি ৬টি। ২০১৮ সালের আগস্ট থেকে শেষ ২৫টি টেস্টে কোহলির রান ১৯৩৬। গড় ৪৯.৬৪। সেঞ্চুরি ৬টি। ডাবল সেঞ্চুরি ১টি। অর্থাৎ শেষ ২৫টি টেস্টে কোহলির গড়, রান, সেঞ্চুরি, ডাবল সেঞ্চুরি সবই উল্লেখযোগ্য ভাবে কমে গেছে। এর মধ্যে শেষ ১০টি ইনিংসে কোহলির রান ২৬৭, গড় ২৬.৭০। সেঞ্চুরি নেই। এটা অবশ্যই কোহলির মানের নয়। তবে কি কোহলি ছন্দে নেই? অবশ্য গ্রেট ক্রিকেটারদের ক্যারিয়ারেও খারাপ সময় আসে। অনেকের ক্ষেত্রে সেটা লম্বা হয়। কোহলির ক্ষেত্রেও হয়তো তেমটাই হচ্ছে। দ্রæতই হয়তো এই ব্যাটিং দানবকে দেখা যাবে স্বরূপে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

অলিম্পিকে সোনা জয় করলেন বেনসিচ

আ.জা. স্পোর্টস: টোকিও অলিম্পিকে সুইসদের সবচেয়ে বেশি আশা ছিল যার কাছে, সেই রজার ফেদেরার অংশগ্রহণই করেননি। এরপর টেনিসে...

৭ মাসেই রিজওয়ানের বিশ্বরেকর্ড

আ.জা. স্পোর্টস: চলতি বছর শেষ হতে এখনো বাকি পাঁচ মাস। অথচ এর মধ্যে এক ক্যালেন্ডার ইয়ারে সর্বোচ্চ রানের...

ধর্মঘটে বসলেন ফ্রান্সের বক্সার

আ.জা. স্পোর্টস: টোকিও অলিম্পিকে রোববার হেভিওয়েট বক্সিংয়ে ব্রিটিশ প্রতিপক্ষ ফ্রেজার ক্লার্কের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল খেলতে নেমেছিলেন ফ্রান্সের বক্সার...

বহুদলীয় নির্বাচন আয়োজনে প্রস্তুত মিয়ানমারের জান্তা সরকার’

আ.জা. আন্তর্জাতিক: নির্বাচনের ব্যাপারে আবারও নিজের অঙ্গীকার জানালেন মিয়ানমারের সেনাপ্রধান মিন অং হ্লাইং। রোববার এক বক্তব্যে তিনি জানান,...

Recent Comments