Thursday, July 25, 2024
Homeজাতীয়চট্টগ্রামে ভোট কেন্দ্রে আগুন

চট্টগ্রামে ভোট কেন্দ্রে আগুন

চট্টগ্রাম নগরের বন্দর থানা এলাকায় নিশ্চিন্তাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এটি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১১ আসনের একটি ভোটকেন্দ্র।

শনিবার (৬ জানুয়ারি) ভোর ৫টার দিকে থানার ৩৮ নম্বর ওয়ার্ড ধুপপুল এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পৌনে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

তবে অগ্নিকাণ্ডের সঠিক কারণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস। ধারণা করা হচ্ছে কোনো নাশকতারী পরিকল্পিতভাবে বিদ্যালয়টি আগুন দিয়েছে। বিষয়টি তদন্ত করছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।

জানা গেছে, আগুন দেওয়া স্কুলটিতে আগামীকাল (রোববার) ভোটগ্রহণ করা হবে। কেন্দ্রটিতে ৩ হাজার ২৯২ জন ভোটার রয়েছেন। এর মধ্যে এক হাজার ৬২৫ জন পুরুষ এবং এক হাজার ৬৬৭ জন নারী ভোটার রয়েছেন।

চট্টগ্রাম ফায়ার সার্ভিস বন্দর স্টেশনের সিনিয়র অফিসার মো. শামীম মিয়া ঢাকা পোস্টকে বলেন, ভোর ৫টার দিকে আগুনের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে দুটি ইউনিট পৌঁছে। তারা পৌনে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

এমআর/এসএম

Most Popular

Recent Comments