সাদিক মাহমুদ অর্প : চট্রগ্রাম সিটি কর্পোরেশন প্রকল্প পরিচালক ও এলজিইডির নির্বাহী প্রকৌশলী ইয়াজদানীর উপর দৃর্বত্তদের হামলার প্রতিবাদে ও হামলাকারীদের অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গত ৩০ জানুয়ারি বিকালে নির্বাহী প্রকৌশলী কর্যালয়ে সামানে মানববন্ধন করেছেন জামালপুর স্হানীয় সরকার প্রকৗশলী অধিদপ্তরের সকল কর্মকর্তা ও কর্মচারিবৃন্দ।
জামালপুর স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী সায়েদুজ্জামান সাদেক এর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সিনিয়র প্রকৌশলী এস এম শহিদুল ইসলাম,সহকারী প্রকৌশলী মোঃ আনোয়ার হোসেন এবং উপ সহকারী প্রকৌশলী মোঃ শরিফুল ইসলাম। এই মানববন্ধনে বক্তারা বলেন,২৯ জানুয়ারি বিকালে কর্পোরেশনের অস্থায়ী কার্যালয়ের চার তলায় প্রকল্প পরিচালক ও এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোঃ গোলাম ইয়াজদানী সরকারি দায়িত্ব পালন করা অবস্থায় তার নিজ কক্ষে প্রায় ২০-২৫ জন ঠিকাদার অতর্কিতভাবে হামলা করে শারিরীকভাবে লাঞ্ছিত । উক্ত মানববন্ধনে প্রকৌশলীগণ কয়েকটি দাবি তুলে ধরে বলেন,সম্পূর্ণ বে- আইনিভাবে নির্বাহী প্রকৌশলী গোলাম ইয়াজদানীকে শারীরিক ভাবে লাঞ্চনা কয়ায় দোষী সকলকে দ্রুত বিচারের আওতায় এনে শাস্তি দিতে হবে এবং জড়িত ঠিকাদারদের লাইসেন্স বাতিল সহ আজীবন কালো তালিকাভুক্ত করতে হবে। সারাদেশে ঘটে যাওয়া বিগত দিনে এলজিইডি’র প্রকৌশলীদের উপর হামলার ঘটনার বিচার নিশ্চিত করতে হবে। এধরণের ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে সরকারের সার্বিক উন্নয়ন কার্যক্রমে নির্বিঘœ রাখতে এলজিইডি’র মাঠ পর্যায়ের প্রকৌশলীদের নিরাপত্তা নিশ্চয়তা চান প্রকৌশলীবৃন্দ।