Friday, September 29, 2023
Homeআইটিচলে গেলেন ইন্টেলের সহ-প্রতিষ্ঠাতা গর্ডন মুর

চলে গেলেন ইন্টেলের সহ-প্রতিষ্ঠাতা গর্ডন মুর

চলে গেলেন ইন্টেল কর্পোরেশনের সহ-প্রতিষ্ঠাতা ও আধুনিক প্রযুক্তি বিশ্বের অন্যতম রূপকার গর্ডন মুর।

শুক্রবার শেষ নিশ্বাস ত্যাগ করেন গর্ডন। ইন্টেল এবং মুরের স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষে জানানো হয়েছে, হাওয়াইতে নিজের বাড়িতেই মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৪ বছর।

বিশ্বজুড়ে আজ ঘরে ঘরে ব্যক্তিগত কম্পিউটার। প্রযুক্তির এই জোয়ারের অন্যতম ভাগীদার মনে করা হত গর্ডন মুরকে। কম বাজেট থেকে প্রিমিয়াম, সব ধরনের কম্পিউটারেই ইন্টেলের প্রসেসর দেখা যায়। 

এছাড়া প্রথম আইফোন আসার ৪ দশক আগেই স্মার্টফোনের ভবিষ্যদ্বাণী করেছিলেন গর্ডন মুর। তার এই ভবিষ্যদ্বাণী ‘মুরের আইন’ নামে জনপ্রিয় হয়ে যায়। ঠিক এই কারণেই তাঁকে আধুনিক কনজিউমার প্রযুক্তির অন্যতম স্থপতি মনে করা হয়।

১৯৬৮ সালে ইন্টেল স্থাপন করেন গর্ডন মুর। সেই সময়ে আমজনতার মধ্যে সেমিকন্ডাকটর বা কম্পিউটার নিয়ে কোনও ধারণাই ছিল না। আর সেই যুগেই এমন অভিনব প্রযুক্তির ব্যবসায় প্রবেশ করেন তিনি। আর আজ বিশ্বের ৮০ শতাংশেরও বেশি কম্পিউটারে ইন্টেলের প্রসেসর ব্যবহৃত হয়। সূত্র- হিন্দুস্তান টাইমস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments