আ.জা. ডেক্স:
চাঁদ দেখা কমিটির সিদ্ধান্তের পর ঈদুল ফিতরের ছুটি নির্ধারিত হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব শেখ ইউসুফ হারুন। সরকারি ক্যালেন্ডারে বৃহস্পতিবার থেকে এবারের ঈদের ছুটি নির্ধারিত থাকলেও ৩০ রোজা পূর্ণ না হলে ঈদ হবে একদিন আগে। সেক্ষেত্রে বুধবার থেকেই ঈদের ছুটি শুরু হওয়ার কথা। কিন্তু সরকার এখনও সিদ্ধান্ত জানায়নি। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব শেখ ইউসুফ হারুন গতকাল মঙ্গলবার বিকেল সোয়া ৩টার দিকে বলেন, এটা স্টিল আন-নোন। চাঁদ দেখা কমিটির মিটিং হবে তারপর। এদিকে ঈদের চাঁদ বা আরবি শাওয়াল মাসের চাঁদ দেখতে বুধবার (সভায় বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি। চাঁদ দেখা গেলে বৃহস্পতিবার আর না দেখা গেলে ৩০ রোজা পূর্ণ হয়ে ঈদ হবে ১৪ মে শুক্রবার। করোনা সংক্রমণের মধ্যে সরকার এবছর ঈদের ছুটি তিন দিনের বেশি না দিতে সবাইকে নির্দেশ দিয়েছে। আর ঈদের ছুটিতে সরকারি-বেসরকারি চাকরিজীবীদের কর্মস্থলে থাকার নির্দেশনা দেওয়া হয়।