Thursday, June 8, 2023
Homeআন্তর্জাতিকচীনের সাধারণ মানুষকে খাদ্য মজুতের নির্দেশ

চীনের সাধারণ মানুষকে খাদ্য মজুতের নির্দেশ

আ.জা. আন্তর্জাতিক:

শীতের আগে চীনের সাধারণ মানুষকে নিত্য প্রয়োজনীয় পণ্যদ্রব্য মুজত করার নির্দেশ দিয়েছে দেশটির সরকার। গতকাল মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। করোনাভাইরাস মহামারি আবারও ছড়িয়ে পড়ার আশঙ্কা এবং বৃষ্টিপাতের কারণে পণ্য সরবরাহে সম্ভাব্য ব্যাঘাত ও দাম বাড়ার আশঙ্কায় এই নির্দেশনা দিয়েছে দেশটি। রয়টার্স জানায়, খাদ্যপণ্য মজুতের বিষয়ে চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের এই নির্দেশনার পর দেশটির অভ্যন্তরীণ সামাজিক যোগাযোগ মাধ্যমে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। তাইওয়ানের সঙ্গে চলমান উত্তেজনা বৃদ্ধির কারণে এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকতে পারে বলে অনেকে মনে করছেন। চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি সমর্থিত সংবাদপত্র ইকোনমিক ডেইলি জানিয়েছে, করোনাভাইরাস সংক্রমণ বৃদ্ধির কারণে কোনো এলাকায় লকডাউন জারি হলে নাগরিকরা যেন বিপদে না পড়ে, সেই বিষয়টি নিশ্চিত করতেই এই নির্দেশনা দেওয়া হয়েছে। গত সোমবার রাতে জারি করা চীনা বাণিজ্য মন্ত্রণালয়ের ওই নির্দেশনায় নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ ও মূল্য স্থিতিশীল রাখতে স্থানীয় কর্তৃপক্ষগুলোকে ভালোভাবে দায়িত্বপালন করতে বলা হয়েছে। এ ছাড়া জরুরি সরবরাহ নেটওয়ার্ক শক্তিশালী করতে এবং মানুষের কাছে নিরাপদে পণ্য পৌঁছানো নিশ্চিত করতেও নির্দেশনা দেওয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments