Thursday, March 30, 2023
Homeআন্তর্জাতিকচোখের জল ফেলে কাতার ছাড়লেন ‘মিস ক্রোয়েশিয়া’

চোখের জল ফেলে কাতার ছাড়লেন ‘মিস ক্রোয়েশিয়া’

ছোট ও আবেদনময়ী পোশাক পরে কাতার বিশ্বকাপের বেশ কয়েকটি ম্যাচে উপস্থিত ছিলেন ক্রোয়েশিয়ার সুন্দরী  ইভানা নোল। কাতারের মতো দেশে খোলামেলা পোশাক পরায় দ্রুত বিশ্বব্যাপী পরিচিত পেয়ে যান ‘মিস ক্রোয়েশিয়া’ ইভানা। তাকে দেওয়া হয় বিশ্বকাপের ‘হটেস্ট ফ্যানের’ তকমাও।

বিশ্বকাপ উপলক্ষ্যে কাতারে আসা সব বিদেশি সমর্থক দেশে ফিরে গেছেন বা যাচ্ছেন। তাদের মতো নিজ দেশে ফিরে গেছেন মিস ক্রোয়েশিয়াও। তবে যাওয়ার আগে চোখের জল ফেলেছেন তিনি। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কান্নার একটি ভিডিও প্রকাশ করেছেন। সেখানে লিখেছেন, ‘দোহা (কাতার) ছাড়ার বিষয়টি আমার জন্য অনেক কঠিন। হাসি, কান্নার সবকিছুর সংমিশ্রণ একসঙ্গে। কাতারকে অনেক বেশি মিস করব।’

ভিডিওতে দেখা যায় ক্রোয়েট সুন্দরী ইভানা নোল ক্রোয়েশিয়ার জার্সি পরে বিমানবন্দরে দাঁড়িয়ে আছেন। তাকে বেশ বিমর্ষ দেখা যাচ্ছিল।

ইভানা নোল কাতার বিশ্বকাপে এসে এতটাই পরিচিতি পেয়েছেন যে একজন লিখেছেন, ‘আপনি কাতারে এসেছিলেন মডেল হিসেবে আর ফিরে যাচ্ছেন সুপারস্টার হিসেবে।’

আরেকজন লিখেছেন, ‘আমাদের সুন্দর দেশকে ভালোবাসা ও গর্ব নিয়ে বিশ্বের কাছে প্রতিনিধিত্ব করায় ইভানা আপনাকে ধন্যবাদ।’ অপর একজন লিখেছেন, ‘আমার দেখায় আপনি সেরা ক্রোয়েট নারী।’

কাতারে ঢিলেঢালা পোশাক পরার জন্য মানুষকে উদ্বুদ্ধ করা হয়। বিশ্বকাপের সময় ছোটো এবং খোলামেলা পোশাক না পরার জন্যও দেশটির পক্ষ থেকে অনুরোধ করা হয়েছিল। তবে এসব অনুরোধ উপেক্ষা করে ছোট পোশাক পরেই ক্রোয়েশিয়ার সব ম্যাচে উপস্থিত হয়েছিলেন ইভানা নোল।

কাতারে আসার আগে ইনস্টাগ্রামে ইভানাকে খুব বেশি মানুষ ফলো করতেন না। কিন্তু বর্তমানে ইনস্টাগ্রামে তার ফলোয়ার সংখ্যা ৪০ লাখ ছাড়িয়েছে। স্টেডিয়ামে আসার পর অনেকেই তার সঙ্গে ছবি ও সেলফি তুলেছেন।

সূত্র: দ্য সান

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments