Friday, September 29, 2023
Homeঅপরাধচোরাই মোটরসাইকেল কারবারি চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

চোরাই মোটরসাইকেল কারবারি চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

রাজধানীর বাড্ডা ও বংশাল এলাকায় অভিযান পরিচালনা করে সংঘবদ্ধ মোটরসাইকেল চোরচক্রের পাঁচ সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শনিবার (২৯ এপ্রিল) দিবাগত রাতে র‌্যাব-৩ এর একটি দল ৩টি চোরাই মোটরসাইকেলসহ তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তাররা হলেন মো. আবু সাঈদ সিফাত (১৭), শাহারিয়ার হোসেন সামির (১৭), তাদের সহযোগী তানভীর হোসেন সিপন (১৭), মো. মাহাফুজ (১৬), এবং মো. সোহান (১৯)।

dhakapost

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ জানান, গ্রেপ্তাররা সংঘবদ্ধ মোটরসাইকেল চোরচক্রের সক্রিয় সদস্য। আবু সাঈদ সিফাত এবং শাহারিয়ার হোসেন সামির চক্রের প্রধান।

তারা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকা থেকে চোরাই ও ছিনতাইকৃত বিভিন্ন মডেলের মোটরসাইকেল চুরি করে ইঞ্জিন ও চেসিস নম্বর পরিবর্তন করে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছিল। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments