Wednesday, March 29, 2023
Homeজামালপুরছাত্রদলের ক্যাডারদের হামলার প্রতিবাদে জামালপুরে ছাত্রলীগের মানববন্ধন

ছাত্রদলের ক্যাডারদের হামলার প্রতিবাদে জামালপুরে ছাত্রলীগের মানববন্ধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থী ও ছাত্রলীগের নেতাকর্মীদের ওপর বহিরাগত ছাত্রদল ক্যাডারদের সশস্ত্র হামলার প্রতিবাদে জামালপুরে মানববন্ধন করেছে জেলা ছাত্রলীগ।

রোববার (২৯ মে) দুপুর ১২টার দিকে শহরের বকুলতলায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বক্তারা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ক্যাডারদের সশস্ত্র হামলায় সাধারণ শিক্ষার্থী ও ছাত্রলীগের নেতাকর্মীরা আহত হয়। এই হামলার দায় ছাত্রলীগের নেতাকর্মীদের ওপর চাপিয়ে জল ঘোলা করতে চায় বিএনপি। এর সমুচিত জবাব দেবে বাংলাদেশ ছাত্রলীগ।

তারা আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ ছাত্রলীগ যখন সকল শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ তৈরিতে ইতিবাচক ভূমিকা রাখছে, তখনই বিএনপি ছাত্রদলের ক্যাডারদের হাতে অস্ত্র তুলে দিয়ে শিক্ষাঙ্গনে নৈরাজ্যকর পরিবেশ সৃষ্টি করছে।

জেলা ছাত্রলীগের সভাপতি খাবীরুল ইসলাম খান বাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জিএসএম মিজানুর রহমান।

জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাফিউল করিম রাব্বির সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য দেন জামালপুর পৌরসভার মেয়র ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সালেহ শফিক গেন্দা, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল আমিন চাঁন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোহাম্মদ মিজানুর রহমান সুজন, সরকারি আশেক মাহমুদ কলেজ ছাত্রলীগের সভাপতি শামীম আহমেদ, সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তন্ময় প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments