Wednesday, May 25, 2022
Homeখেলাধুলাছিঁড়ল সাঁতারের কস্টিউম, তবুও ভাঙলেন ফেলপসের রেকর্ড

ছিঁড়ল সাঁতারের কস্টিউম, তবুও ভাঙলেন ফেলপসের রেকর্ড

আ.জা. স্পোর্টস:

মাত্র ১০ মিনিট পরেই শুরু হবে টোকিও অলিম্পিকের সাঁতারে ২০০ মিটার বাটারফ্লাইয়ের প্রতিযোগিতা। এর মধ্যে ছিঁড়ে গেলো হাঙ্গেরির ক্রিস্টফ মিলাকের কস্টিউম। না দমে যাননি; শেষ মুহূর্তে পরিবর্তন করে ভেঙে দিলেন কিংবদন্তী মাইকেল ফেলপসের রেকর্ড; জিতলেন গ্রেটেস্ট শো অব আর্থে প্রথম সোনা। গতকাল বুধবার মিলাক ২০০ মিটার বাটারফ্লাইয়ে সময় নিয়েছেন ১ মিনিট ৫১ দশমিক ২৫ সেকেন্ড। এতে ভেঙে যায় ২০০৮ সালে বেইজিং অলিম্পিকে মাইকেল ফেলপসের গড়া ১ মিনিট ৫২ দশমিক ৩ সেকেন্ডের রেকর্ড। এই ইভেন্টে জাপানের তোমুরু হোন্ডা ১ মিনিট ৫৩ দশমিক ৭৩ সেকেন্ড নিয়ে রৌপ্য পদক জিতেছেন। আর ১ মিনিট ৫৪ দশমিক ৪৫ সেকেন্ড নিয়ে ফেডেরিকো বারডিসো জেতেন ব্রোঞ্জ পদক। সাঁতার প্রতিযোগিতার পর সংবাদমাধ্যমের মুখোমুখি হন মিলাক। এ সময় তিনি জানান শেষ মুহূর্তে কস্টিউম ছিঁড়ে যাওয়ার ভয়াবহতার কথা। ‘মাত্র ১০ মিনিট আগে আমার কস্টিউম ছিঁড়ে যায়। তখন আমার মনে হয়ে রেকর্ড হাতছাড়া হয়ে গেলো। কারণ আমার ফোকাসই ছিল না’-এভাবেই বলছিলেন মিলাক। তবে শেষ পর্যন্ত অশুভ কিছু হয়নি; রেকর্ড গড়েই শেষ করলেন প্রতিযোগিতা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments