Thursday, December 1, 2022
Homeদেশজুড়েজেলার খবরজগন্নাথপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

জগন্নাথপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

 সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় পুকুরের পানিতে ডুবে ইমান হোসেন (আড়াই বছর) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (১১ জুলাই) দুপুরে উপজেলার কলকলিয়া ইউনিয়নের সিংঙ্গীরগাঁও গ্রামে এ দুর্ঘটনা ঘটে।


ইমান ওই গ্রামের রায়হান মিয়ার ছেলে।
পুলিশ জানায়, দুপুরে খেলতে খেলতে সবার অজান্তে বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে যায় ইমাম। পরে পরিবারের লোকজন অনেক খোঁজাখুজির পর পুকুর থেকে ভাসমান অবস্থায় তাকে উদ্ধার করে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক শ্রীজনা সরকার তমা জানান, স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার আগেই শিশুটির মৃত্যু হয়।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) সুশংকর পাল বাংলানিউজকে জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments