Sunday, June 11, 2023
Homeঅপরাধজমি নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

জমি নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফৈলাকান্দি গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে শুক্কুর আলী খান (৬০) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (৩১ জানুয়ারি) ভোরে এই ঘটনা ঘটে।

নিহত শুক্কুর আলী খান ফৈলাকান্দি গ্রামের মৃত নওসর আলী খানের ছেলে। এ ঘটনায় ইতোমধ্যে তিনজনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন- একই এলাকার মান্নান খান (৬০) এবং তার দুই ছেলে আল-আমিন (৩৩) ও আহম্মদ হোসেন (২৬)।

মতলব উত্তর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন বলেন, তাদের মধ্যে জমি নিয়ে বিরোধ ছিল। জমির সীমানা উঠিয়ে ফেলা নিয়ে আজ ভোরে কথা কাটাকাটির একপর্যায়ে হাতাহাতি হয়। এতে শুক্কুর আলী খান অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় তিনি মারা যান।

তিনি আরও বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। এছাড়া মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments