জহির মোহাম্মদ হারুনের মৃত্যুতে বাংলাদেশ মোবাইল ফোন রিচার্জ ব্যবসায়ী এসোসিয়েশনের সভাপতি আমিনুল ইসলাম বুলু গভীর শোক প্রকাশ করেছেন। শোকবাণীতে বুলু বলেন,‘ জহির মোহাম্মদ হারুন ছিলেন একজন স্পষ্টভাষী দেশপ্রেমিক রাজনীতিবিদ।’
এছাড়া জহির মোহাম্মদ হারুনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখপ্রকাশ করেছেন শরিয়তপুর ফাউন্ডেশনের মহাসচিব মো.বাচ্চু বেপারী।
বাচ্চু বেপারী বলেন ‘জহির মোহাম্মদ হারুন বাংলাদেশ আওয়ামীলীগের প্রতি ছিলেন যথেষ্ট সহানুভূতিশীল।’
শোকবাণীতে বুলু আরো বলেন,‘ জহির মোহাম্মদ হারুন রাজনীতে অত্যন্ত দক্ষতার পরিচয় দিয়েছিলেন। ’রাজনীতির জন্য জহির মোহাম্মদ হারুন ৩নং ওয়ার্ডের এভি-৫, সবুজ বাংলা এলাকার মানুষের অত্যন্ত কাছাকাছি পৌঁছেছিলেন। তার এই রাজনীতির প্রজ্ঞা এবং বুদ্ধিমত্তা পল্লবীর রাজনীতিতে বড় রকমের প্রভাব ফেলেছিল। তার চলে যাওয়াটা পল্লবী এলাকায় রাজনীতির ক্ষেত্রে একটা শূন্যতা সৃষ্টি করেছে।” আমিনুল ইসলাম বুলু তার রুহের মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান ।
তিনি এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহন করেন। একজন সৎ, নিষ্ঠাবান ও দায়িত্বশীল রাজনীতিবিদ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তাঁর দায়িত্বজ্ঞান, সততা ও কর্তব্য পরায়নতা জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। মৃত্যুকালে তিনি বহু আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।