নিজস্ব সংবাদদাতা : বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল শেরপুর জেলা শাখার উদ্যোগে কৃষক দলের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার ১১ ডিসেম্বর সকলের কৃষক দলের সভাপতি শফিকুল ইসলাম গোল্ডেনেন সভাপিত্বে শেরপুর জেলা শাখা কৃষকদলের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মনোয়ার হোসেন রঞ্জুর সঞ্চালনায় এতে প্রধান অতিথি বক্তব্য রাখেন, শেরপুর জেলা আহবায়ক আলহাজ্ব মোঃ হজরত আলী। অন্যান্যদের মধ্য ছিলেন, শেরপুর সদর থানা শাখা আহবায়ক সাজ্জাদ হোসেন, কৃষকদের সদস্য সচিব আব্দুর রউফ, ঝিনাইগাতী উপজেলা কৃষক দলের আহবায়ক সুলতান মাহমুদ, সদস্য সচিব রেজাউল করিম, শ্রীবর্দী উপজেলা কৃষক দলের আহবায়ক মোঃ বাচ্চু মিয়া, কামারের চর ইউনিয়ন কৃষক দলের যুগ্ম আহবায়ক রাসেল চৌধুরী সহ বিভিন্ন সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন। বক্তারা বলেন,বাংলাদেশে জাতীয়তাবাদী কৃষক দল কৃষকদেরকে দিয়েই জাতীয় সমস্যা সমাধানের সম্ভব হবে। শহীদ জিয়াউর রহমান কৃষকদেরকেই বেশি ভালবাসতেন। দেশে কৃষকদের জন্য অনবরত কাজ চালিয়ে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী সংগঠনে কৃষক দল। কৃষকেরা বন্যায় ক্ষতিগ্রস্ত হলে তারা দেশের জন্য জীবন উৎসর্গ করে। কৃষক দল বাংলাদেশের গণতন্ত্রকে বাঁচাতে সর্বদাই এগিয়ে আসে।ফ্যাসিবাদী দঃশাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ানো আহবান জানান বক্তারা।
Related Posts
সরিষাবাড়ীতে শারদীয় দূর্গোৎসব উপলক্ষে মতবিনিময় ও আলোচনা সভা
- AJ Desk
- October 8, 2024
সরিষাবাড়ী সংবাদদাতা ; জামালপুরের সরিষাবাড়ী থানার আয়োজনে আসন্ন শারদীয় দুর্গাপুজা উপলক্ষে, মতবিনিময় ও আলোচনা সভা […]
জেলা পর্যায়ে এবার শ্রেষ্ঠ ‘উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার হলেন ডা. মাজহারুল ইসলাম
- AJ Desk
- July 12, 2024
শেরপুর প্রতিনিধি ; অন্তর্ভুক্তিমূলক উপাত্ত ব্যবহার করি সাম্যের ভিত্তিতে সহনশীল ভবিষ্যৎ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে […]
ঝিনাইগাতীতে মোবাইল কোর্টে ৬ হাজার টাকা জরিমানা
- AJ Desk
- July 17, 2024
ঝিনাইগাতী প্রতনিধি ;শেরপুরের ঝিনাইগাতীতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অভিযান পরিচালনা করে ৩ দোকানিকে ৬ হাজার […]