নিজস্ব সংবাদদাতা : জাতীয় পার্টি’র ৩৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জামালপুরে আলোচনা সভা করেছে জেলা জাতীয় পার্টি। গতকাল বুধবার ১জানুয়ারি দুপুরে শহরের ডাকপাড়া সেতুলী বেম্বো গার্ডেনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জামালপুর জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি আব্দুল সাত্তারের সভাপতিত্বে ও যুগ্ম-সাধারণ সম্পাদক আইনজীবী আনিছুর রহমান মানিকের সঞ্চালনায় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জাতীয় পার্টি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আলহাজ্ব জাকির হোসেন খাঁন। প্রধান অতিথি জাকির হোসেন খান বলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান হুসাইন মোহাম্মদ এরশাদ নয় বছর বাংলাদেশের রাষ্ট্র নায়ক ছিলেন। তিনি দীর্ঘ নয় বছর এই দেশকে শাসন করেছে। জাতীয় পার্টির নয় বছর ক্ষমতা থাকা কালিন গ্রামগঞ্জ থেকে শুরু করে দেশের রাস্তাঘাটসহ ব্যপক উন্নয়ন হয়েছিল। তিনি আরও বলেন, কৃষকের উন্নয়ন হলে, দেশের উন্নয়ন হবে এ কথা বলেছিলেন হুসাইন মোহাম্মদ এরশাদ। আজ দেখেন শহরের মানুষের চেয়ে গ্রামের মানুষ অনেক উন্নত, কারণ খেতের আইল থেকে রাস্তা। কৃষক এখন খেত থেকে ফসল উৎপাদন করে সহজে পরিবহনে দেশের বিভিন্ন স্থানে বাজারজাত করতে পারে। এইটা কিন্তু হুসাইন মোহাম্মদ এরশাদের অবদান। তাই কৃষকের উন্নয়ন করতে হলে আগামীতে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকে ভোট দিয়ে জাতীয় পার্টিকে ক্ষমতায় আনার আহবান জানান। এতে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি ডা. ইয়াসিন আলী, জয়নাল আবেদীন, যুগ্ম-সাধারণ সম্পাদক জিল্লুর রহমান বিপু, সাংগঠনিক সম্পাদক কাজী খোকন, মামুনুর রশিদ মামুন, আব্দুল মালেক হোসেন, তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আবুল লতিফ, জেলা তরুণ পার্টির আহবায়ক আব্দুল্লাহ আল ফারুক, সদস্য সচিব সুলতান মাহমুদ প্রমুখ। প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় জেলা জাতীয় পার্টির অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Related Posts
দেওয়ানগঞ্জে ঘোড় দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত
- AJ Desk
- June 23, 2024
দেওয়ানগঞ্জ প্রতিনিধি : দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ঘোড়া প্রর্তীকের প্রার্থী নির্বাচিত হওয়ায় এবং উঠতি বয়সী […]
সানন্দবাড়ি বিদ্যাপীঠ মডেল স্কুলে পিঠা উৎসব ও ফ্রি চক্ষু ক্যাম্পেইন
- AJ Desk
- January 27, 2024
রশীদুল আলম শিকদার : হিম শীতের বাতাস, উষ্ণতায় ছড়াবে পিঠাপুলির সুবাস’ এই প্রতিপাদ্য নিয়ে দেওয়ানগঞ্জের […]
সরিষাবাড়ীতে শেখ হাসিনার বিচারের দাবীতে বিএনপির মিছিল
- AJ Desk
- August 14, 2024
সরিষাবাড়ী সংবাদদাতা : বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি ও ভারতে পালিয়ে আশ্রয় নেয়া পদত্যাগী সদ্য সাবেক প্রধান […]