Thursday, January 28, 2021
Home খেলাধুলা জামালদের প্রথম অনুশীলন কাতারে

জামালদের প্রথম অনুশীলন কাতারে

আ.জা. স্পোর্টস:

ফুটবল দলের সুখবর নেই। কোচ জেমি ডে তৃতীয় বার করোনা শনাক্ত হয়েছেন। এখন ঢাকায় অবস্থান করছেন তিনি। দুই আগে পুনরায় জেমির নমুনা নেয়া হলে পজিটিভ এসেছে। তার মানে জেমি আরো কিছু দিন ঢাকায় অবস্থান করবেন। কাতার যাওয়া এখনও অনিশ্চিত। কাতার হতে খবর এসেছে সেখানে আরেক দফায় পুরো দলের করোনা টেস্ট করানো হলে ম্যানেজার আমের খান এবং ফিজিও ফুয়াদ হাসান হাওলাদার পুনরায় পজিটিভ শনাক্ত হয়েছেন। তার মানে এই দুজনই এখনও আইসোলেশনে থাকবেন। দোহায় হোটেল রুম থেকে বের হতে পারবেন না। ফিজিও এবং ম্যানেজারের তুলনায় দলের মধ্যে কোচ জেমি ডে’র প্রয়োজনটা জরুরি। কিন্তু দুর্ভাগ্য জেমির। ঢাকায় ১৭ নভেম্বর নেপালের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচের আগে করোনা শনাক্ত হন জেমি। এখনও সুস্থ হতে পারেননি তিনি। এই সব দুঃসংবাদের মধ্যে সুসংবাদ হচ্ছে কাতারে বাংলাদেশ ফুটবল দল কাল প্রথম অনুশীলনে নেমেছে। এত দিন হোটেল রুমে রীতিমত বন্দী থাকতে হয়েছে। কাতার ফুটবল অ্যাসোসিয়েশন বাংলাদেশ ফুটবল দলকে কোয়ারেন্টাইনে রেখেছিল। সবাই রুমের মধ্যে গা ঘামিয়েছে। হোটেলের মধ্যেই জিম করেছে। রবিাবর সকালে খোলা মাঠে আলো বাতাসে বেরিয়েছিলেন অধিনায়ক জামাল ভুইয়া, তপু বর্মন, বিপলু আহমেদ, আশরাফুল ইসলাম রানা, আনিসুর রহমান জিকো, রহমত মিয়া, সুমন রেজা, সুফিলরা।

আগামী ৪ ডিসেম্বর কাতারের বিপক্ষে বাংলাদেশের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ। সেই ম্যাচের জন্য বাংলাদেশ ফুটবল দল কাতারে গিয়েছে ১৯ নভেম্বর। কথা ছিল দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে সেখানে। কাতার হতে বাফুফে জানিয়েছেন আগামী ২৫ এবং ২৮ নভেম্বর দুটি প্রস্তুতি ম্যাচের প্রতিপক্ষ চ‚ড়ান্ত হয়েছে। কাতার লিগের বড় বা শক্তিশালী দল পাওয়া যায়নি। তবে যাদের পেয়েছে তারাও যে কম শক্তিশালী হবে বলা যাবে না। কারণ কাতার আর যাই হোক বাংলাদেশের ফুটবলের চেয়েও শক্তিশালী দেশ, সেটা যেকোনো বিচারে বলা যায়। ২০২২ ফিফা বিশ্বকাপ আয়োজন করছে কাতার। ২৫ নভেম্বর কাতারের সময় বিকাল সাড়ে ৫টায় আর্মি ফুটবল দলের বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ ফুটবল দল। আজীজিয়া বুটিক এলাকায় সুপার ক্লাবের এক নম্বর মাঠে প্রথম প্রস্তুতি ম্যাচ। এখানেই দুই নম্বর মাঠে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ হবে ২৮ নভেম্বর। প্রতিপক্ষ দ্বিতীয় বিভাগের দল লুসাইল স্পোর্টস ক্লাব। রোববার বেলা ১১টা হতে ১টা পর্যন্ত এক নম্বর মাঠে অনুশীলন করেছে বাংলাদেশ ফুটবল দল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

করোনার টিকার অগ্রাধিকার প্রাপ্তদের তালিকা প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

আ.জা. ডেক্স: করোনাভাইরাসের টিকা প্রদানে অগ্রাধিকারপ্রাপ্তদের তালিকা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল বুধবার জাতীয় সংসদে টাঙ্গাইল-৬ আসনের...

এন্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহার কমাতে প্রধানমন্ত্রীর ৬ প্রস্তাব

আ.জা. ডেক্স: মানবজাতি বিপন্ন হতে পারে নীরবে বিকশিত এমন জীবাণুনাশক ওষুধ বা এন্টিবায়োটিকের অকার্যকর হওয়া ঠেকাতে অবিলম্বে বৈশ্বিক...

৩ কোটি ৪০ লাখ ভ্যাকসিন পাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

আ.জা. ডেক্স: বাংলাদেশ ৩ কোটি ৪০ লাখ ভ্যাকসিন পাবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল বুধবার বিকাল সাড়ে...

সাংবাদিকদের সুযোগ-সুবিধা আরও বাড়ানো হবে: পরিকল্পনামন্ত্রী

আ.জা. ডেক্স: ঝুঁকি ভাতা এবং পেনশনসহ সাংবাদিকদের সুযোগ-সুবিধা আরও বাড়ানো হবে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। গতকাল...

Recent Comments