Monday, December 5, 2022
Homeজামালপুরজামালপুরের ইতিহাসে প্রথম নারী ডিসি মুর্শেদা জামানের যোগদান

জামালপুরের ইতিহাসে প্রথম নারী ডিসি মুর্শেদা জামানের যোগদান

এম.এ.রফিক:

জনপ্রশাসন মন্ত্রনালয়ের নির্দেশে জামালপুরে নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন মুর্শেদা জামান। জামালপুর জেলা গঠিত হওয়ার পর ৪৩ বছরের মধ্যে তিনিই হবেন জামালপুরে প্রথম নারী জেলা প্রশাসক। একই আদেশে জামালপুরের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হককে ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, মোহাম্মদ এনামুল হক ২০১৯ সালের ২৬ আগস্ট জামালপুর জেলা প্রশাসক হিসেবে যোগদান করেন। তিনি এখানে যোগদানের সময় থেকে মাত্র এক বছর পাঁচ মাস সময়ের মধ্যে জেলায় চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্প সুষ্ঠুভাবে বাস্তবায়ন ও তদারকি এবং প্রশাসনিক কাজে অভূতপূর্ব শৃংখলা ফিরিয়ে আনাসহ একজন জনবান্ধব প্রশাসক হিসেবে সমাদৃত হন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগাদেশ অনুযায়ী তিনি ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ জেলা প্রশাসক হিসেবে যোগদান করবেন। একই আদেশে অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপ-সচিব মুর্শেদা জামানকে জামালপুরের নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। শনিবার বিদায়ী জেলা প্রশাসক মোঃ এনামুল হক তার বাসভবনে জামালপুরের নবনিযুক্ত জেলা প্রশাসক মুর্শেদা জামানকে ফুলেল শুভেচ্ছা জানান। জামালপুর জেলা গঠিত হওয়ার সময় ১৯৭৮ সালে জামালপুরের প্রথম জেলা প্রশাসক নিয়োগ পান মো. নূরুল ইসলাম। এরপর দীর্ঘ ৪৩ বছরের মধ্যে বিদায়ী জেলা প্রশাসকসহ জামালপুর জেলায় ২৫ জন জেলা প্রশাসকের মধ্যে কোন নারী জেলা প্রশাসক নিয়োগ পাননি। এই তথ্যানুসারে এই জেলায় প্রথম নারী জেলা প্রশাসক হিসেবে যোগদান করছেন মুর্শেদা জামান। শনিবার নবনিযুক্ত জেলা প্রশাসক মুর্শেদা জামানকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন বিদায়ী জেলা প্রশাসক এনামুল হক, তার সহধর্মিনী আখলিমা সুলতানা লিমা, উপ পরিচালক স্থানীয় সরকার মোঃ কবির উদ্দিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদা ইয়াছমিন, সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা বেগমসহ জেলা প্রশাসনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments