স্টাফ রিপোর্টার:
জামালপুরের ইসলামপুরে বজ্রপাতে কৃষকসহ ৬জন নিহত হয়েছে। এছাড়াও ৫জন আহত হওয়া সহ ১০টি গরু মারা গেছে।
জামালপুরের ইসলামপুর থানার সার্কেল এসপি সুমন মিয়া জানান, আজ বিকালে ঝড়ের ইসলামপুর উপজেলার পাথর্শী ইউনিয়নের জারুল তলায় ৩ জন, সাপধরির কালির চরে ১ জন, পলবান্ধার বাটিকামারীতে ১ জন ও গাইবান্ধা ইউনিয়নের চন্দনপুরে ১ জন নিহত হয়েছে। বজ্রপাতে নিহতদের মাঝে এনামুল, কালা শেখ, শাহ জামাল, বিলাল, মহিজল ও জবেদ আলী মাঠে কাজ করার সময় নিহত হয়। এছাড়া বজ্রপাতে, হামেদ,বিষু,রাজা, ইনসাফ ও দেলোয়ারা সহ বেশ কয়েকজন আহত হয়েছে। ইসলামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এম এ তাহের জানান, বজ্রপাতে আহতদের মাঝে বর্তমানে ৫ জন হাসপাতালে চিকিৎসাধীন আছে। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নিহতদের মরদেহ উদ্ধার তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।