নিজস্ব সংবাদদাতা :
র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধ এর উৎস উৎঘাটন, অপরাধীদের গ্রেফতারসহ আইন-শৃঙ্খলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিভিন্ন অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য র্যাব ফোর্সেস নিয়মিত অভিযান পরিচালনা করে থাকে। র্যাব-১৪ এর দায়িত্বপূর্ণ এলাকায় মাদক, জুয়া ও পরিবেশ বিনষ্টকারীদের সংক্রান্ত অপরাধ কর্মকান্ড দমনের লক্ষ্যে র্যাব ফোর্সেস অত্যন্ত পেশাদারিত্বের সাথে জড়িত ব্যক্তিদের গ্রেফতার করে আইনের আওতায় এনে মাদক, জুয়া ও পরিবেশ বিনষ্টকারীদের করাল গ্রাস থেকে যুব সমাজ তথা দেশকে বাঁচাতে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
গত ২৬ নভেম্বর র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্প এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার এম.এম. সবুজ রানা এর নেতৃত্বে নির্বাহী ম্যাজিস্ট্রেট, জামালপুর হীরক কুমার দাস এর উপস্থিতিতে জামালপুর জেলার সদর থানাধীন কেন্দুয়া পন্ডিতপাড়া গ্রামস্থ মোঃ হাবিবুর রহমানের বসতঘরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ৬(ক) লংঘন করে নিষিদ্ধ পলিথিন নিজ হেফাজতে রাখার অপরাধে দোষী সাব্যস্ত হওয়ায় আসামী মোঃ হাবিবুর রহমান (৪৮), পিতা-মৃত আব্দুল ছালাম, সাং-কেন্দুয়া পন্ডিতপাড়া, থানা-জামালপুর সদর, জেলা-জামালপুরকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। তার নিকট হতে ১১৮ কেজি বিত্রয় নিষিদ্ধ পলিথিন উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য=২৩ হাজার ৬০০ টাকা। পরিবেশ বিনষ্টকারীদের বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।