Monday, June 5, 2023
Homeজামালপুরজামালপুরের পৃথক দুর্ঘটনায় নিহত ৩

জামালপুরের পৃথক দুর্ঘটনায় নিহত ৩

আ.জা. ডেক্স:

জামালপুরের মেলান্দহে সড়ক দুর্ঘটনায় দুই চাচাতো ভাইসহ তিনজন নিহত হয়েছেন। গত শুক্রবার রাতে উপজেলায় চর পলিশা ও ব্র্যাক মোড়ে পৃথক দুর্ঘটনায় তারা নিহত হন। নিহতরা হলেন- উপজেলার দাগি এলাকার অটোরিকশাচালক মোহাম্মদ আলী (৫০) এবং সদর উপজেলার চন্দ্রা এলাকার আনন্দ (১৯) ও একই এলাকার সাগর (১৯)। স্থানীয়রা জানান, মেলান্দহের চর পলিশা পেট্রোল পাম্পের সামনে কাভার্ট ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী আনন্দ নিহত হন। এ সময় গুরুতর আহত হন তার চাচাতো ভাই সাগর। পরে সাগরকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসাপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। সন্ধ্যার পর মেলান্দহ ব্র্যাক মোড় এলাকায় ট্রাকের সঙ্গে ইজিবাইকের সংঘর্ষে মোহাম্মদ আলী নামের ইজিবাইকচালকের মৃত্যু হয়। মেলান্দহ থানার এসআই এনামুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মোটরসাইকেল ও ইজিবাইক জব্দ করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments