Thursday, June 8, 2023
Homeজামালপুরজামালপুরের প্রথম ভুমিহীন মুক্ত উপজেলা বকশীগঞ্জ

জামালপুরের প্রথম ভুমিহীন মুক্ত উপজেলা বকশীগঞ্জ

জামালপুর: জামালপুরের প্রথম ভুমিহীন মুক্ত উপজেলা হিসেবে স্বীকৃতি পাচ্ছে বকশীগঞ্জ উপজেলা। আগামি ২১ জুলাই দেশের ৫২টি উপজেলার পাশপাশি বকশীগঞ্জ উপজেলাকে ভুমিহীন হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (১৯ জুলাই) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনমুন জাহান এক প্রেসব্রিফিংয়ের মাধ্যমে সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি জানিয়েছেন, কয়েকদফা যাচাই বছাই শেষে এ বছরের জানুয়ারী অনুযায়ী বকশীগঞ্জ উপজেলায় ২১২ জনকে ভুমিহীন চিহ্নিত করা হয়। পরে তাদের প্রত্যেকের জন্যই জমি ও ঘর বন্দোবস্ত করে পুর্ণবাসন করা হয়েছে। এ কারণে বকশীগঞ্জ উপজেলাকে ভুমিহীনমুক্ত হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে।

এদিকে জামালপুর জেলা প্রশাসক শ্রাবস্তি রায় জানান, জামালপুরে জেলায় ২০১৬ সালে প্রথম ভুমিহীনদের তালিকা করা হয়। চতুর্থ দফা যাচাই-বাছাই শেষে চলতি বছরের জানুয়ারী মাসের হিসেব অনুযায়ী জামালপুরের দুই হাজার ৬৩১ জনকে চিহ্নিত করা হয়। তাদের মধ্যে বিভিন্ন উপজেলায় দুই হজার ৫৩৩ জনকে জমি ও ঘর দেওয়া হয়েছে। এছাড়া বাকিদেরও পুর্নবাসন কার্যক্রম অব্যহত রয়েছে।

তিনি আরও জানান, তালিকার বাইরে যদি কেউ থেকে অথবা প্রাকৃতিক দুর্যোগে কেউ ভুমিহীন হয়ে থাকলে তাদেরকেও যাচাই-বাছাই করে তৎক্ষনিক পুর্ণবাসনের ব্যবস্থা করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments