নিজস্ব সংবাদদাতা : জামালপুরের সরিষাবাড়িতে বিনামূল্যে আই ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার সকালে সরিষাবাড়ীর পোগল দীঘা ইউনিয়ন পরিষদ মাঠ প্রাঙ্গনে এই চক্ষু শিবিরের উদ্বোধন করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান আশরাফুল আলম মানিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পোগলদিঘা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল আলিম, ঘাতক দালাল নির্মল কমিটি সভাপতি ডাঃ শাহানশা মোল্লা উপজেলা স্বেছাসেবক লীগের সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম ( জি. এস) ও ইউনিয়ন পরিষদের সকল সদস্য ও কর্মকর্তা সহ আরো অনেকে। এ সময় বক্তারা হতদরিদ্র মানুষের চক্ষু সেবা বা দিতে বিনামূল্যে এই আই ক্যাম্পের আয়োজন এর মাধ্যমে চক্ষু অপারেশন ওষুধ বিতরণ সহ ব্যবস্থাপত্র প্রদান করা হয়। চক্ষু ক্যাম্পে বিনামূল্যে পাঁচ শতাধিক রোগীকে চক্ষু সেবা দেওয়া হয়।