Monday, July 15, 2024
Homeজামালপুরজামালপুরে অপরাজেয় বাংলাদেশ এর মানববন্ধন ও আলোচনা সভা

জামালপুরে অপরাজেয় বাংলাদেশ এর মানববন্ধন ও আলোচনা সভা

নিজস্ব প্রতিনিধি : আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নারীদের অগ্রগতি করতে বিনিয়োগ করুন এ প্রতিপাদ্যে অপরাজেয় বাংলাদেশ জামালপুরের উদ্যোগে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ইউএন উইমেন সংস্থার অর্থায়নে সংযোগ বিল্ডিং লিংকেজ প্রকল্পের অংশ হিসেবে অপরাজেয় বাংলাদেশ এ কর্মসূচির আয়োজন করে। গত মঙ্গলবার বিকেল ৫টায় শহরের বাইপাস সড়কের পাশে মানববন্ধনে শিশু, কিশোর, শিক্ষকবৃন্দ, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেয়। পরে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনায় নারীর সম-অধিকার, সম-সুযোগ এগিয়ে নিতে বিনিয়োগ করণ বিষয়ের উপর গুরুত্বারোপ করা হয়। সভায় বক্তব্য রাখেন জামালপুর পৌরসভার সংরক্ষিত মহিলা কাউন্সিলর ফাতেমা আক্তার মেঘলা, তরঙ্গ মহিলা সংস্থার নির্বাহী পরিচালক শামীমা খানম, ব্র্যাক জামালপুরের জেলা সমন্বয়ক আহমেদ ওমর ফারুক, জামালপুর এফপিএবি সংস্থার সমন্বয়কারী মেহেরুন সিদ্দিকা হ্যাপি, গনচেতনা সংস্থার কর্মসূচী সমন্বয়কারী ফাতেমা নার্গিস, শাপলা মহিলা সংস্থার এরিয়া ম্যানেজার মোঃ আবুল বাশার, অপরাজেয় বাংলাদেশ জামালপুর কেন্দ্রের ব্যবস্থাপক আশরাফুল ইসলাম, আওয়ামীলীগ নেতা আনোয়ার হোসেন, অপরাজেয় বাংলাদেশ এর শিক্ষক আব্দুল মোতালেব বাদল ও দি বাংলাদেশ টুডে’র জামালপুর জেলা প্রতিনিধি এম সুলতান আলম প্রমুখ।

Most Popular

Recent Comments