Friday, September 29, 2023
Homeজামালপুরজামালপুরে অস্ত্র-হেরোইনসহ এক ব্যক্তি গ্রেপ্তার

জামালপুরে অস্ত্র-হেরোইনসহ এক ব্যক্তি গ্রেপ্তার

জামালপুরে দেশীয় অস্ত্র ও হেরোইনসহ মেহেদী হাসান নিপুল (৫২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) বিকেলে সংবাদ সম্মেলনের মাধ্যমে জামালপুর পুলিশ সুপার (এসপি) মো. নাছির উদ্দিন আহম্মেদ এ তথ্য জানান।পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স কক্ষে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।  গ্রেপ্তার নিপুন জেলা সদর উপজেলার জামিরা গ্রামের বাসিন্দা।

সংবাদ সম্মেলনে এসপি নাছির উদ্দিন আহম্মেদ জানান, গোপন তথ্যের ভিত্তিতে গতকাল বুধবার (২৭ এপ্রিল) দিনগত রাত আড়াইটার দিকে জামালপুর সদর উপজেলার গোপালপুরে জামালপুর-ময়মনসিংহ মহাসড়কে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র পাইপগান ও ৩০ গ্রাম হেরোইনসহ মেহেদী হাসান নিপুলকে গ্রেপ্তার করা হয়। তার নামে জামালপুর সদর, ময়মনসিংহের ত্রিশাল ও গাজীপুরের শ্রীপুর থানায় পাঁচটি হত্যা মামলাসহ অপহরণ ও চাঁদাবাজির অভিযোগে সাতটি মামলা রয়েছে।

উপ-পরিদর্শক (এসআই) তারিকুজ্জামান বাদী হয়ে জামালপুর সদর থানায় মেহেদীকে আসামি করে অস্ত্র ও মাদকের পৃথক দুইটি মামলা দায়ের হয়েছে। মেহেদীকে আদালতে সোপর্দও করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments