জুলফিকার আলম : জামালপুরে সরদার পাড়ার আকাবা আলিয়া মাদরাসার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা গত ২৬ জানুয়ারি বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে আকাবা আলিয়া মাদরাসার অধ্যক্ষ মিছবাহুর রহমান কাওসারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামপুর সরকারী কলেজের সহকারী অধ্যাপক আ.ন.ম মিজানুর রহমান। অন্যান্যদের মধ্যে আকাবা আলিয়া মাদরাসার পরিচালক মাওঃ মাহবুবুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত থেকে প্রতিযোগী বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করেন। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন অত্র মাদরাসার অফিস এক্সিকিউটিভ মোঃ মুনিরুল ইসলাম।