মোঃ জুলফিকার আলম: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষ থেকে প্রতি বছরের ন্যায় এবারও ১ জানুয়ারি /২০২৩ইং রবিবার সারা দেশে বিনামূল্যে বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। এরই ধারাবাহিকতায় জামালপুরের আকাবা আলিয়া মাদরাসার উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ করা হয়। উক্ত বই বিতরণ অনুষ্ঠানে আকাবা আলিয়া মাদরাসার প্রিন্সিপাল মিসবাহুর রহমান কাউছারসহ অত্র প্রতিষ্ঠানের সকল সহকারী শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আকাবা আলিয়া মাদরাসা জামালপুর জেলা শহরের পাঁচ রাস্তা মোড় সরদার পাড়ায় অবস্থিত। এই শিক্ষা প্রতিষ্ঠানটি বিজ্ঞান ও আরবী শিক্ষার সমন্বয়ে বাচ্চাদেরকে ইসলামি শিক্ষায় গড়ে তুলতে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। প্রতিষ্ঠানটিতে ছেলে ও মেয়ে আলাদা ক্যাম্পাসে পড়া ও থাকার সু-ব্যাবস্থাও রয়েছে। নিয়মিত এসেম্বলিসহ নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনের মাধ্যমে প্রতিষ্ঠানটি বাচ্চাদের মেধা বিকাশে ভুমিকা রেখে চলেছে। দক্ষ শিক্ষক ও পরিচালক মন্ডলী দ্বারা পরিচালিত হওয়ায় প্রতিষ্ঠানটি দিন দিন উন্নতির পথে রয়েছে। আকাবা আলিয়া মাদ্রাসা দিন দিন উন্নতির পথে রয়েছে। ২০২২ সালে দাখিল পরিক্ষায় ৬জন গোল্ডেন ও এ +সহ শতভাগ পাস করেছে। প্রতিষ্ঠানটি ২০২২৩ইং সালে আলিম শ্রেনিতে বিজ্ঞান ও মানবিক শাখায় ভর্তি চলছে। আকাবা আলিয়া মাদরাসা জামালপুর জেলায় এক শিক্ষা বিপ্লবের নাম। অসাধারণ লোকেশন। অনেক বড় ক্যাম্পাস। অনেক ক্লাস রুম। পরিবেশ অসাধারণ। এক দল নিবেদিত প্রান কমিটি ও শিক্ষক দ্বারা পরিচালিত। গরিব ও মেধাবীদের জন্য রয়েছে বিশেষ সুযোগ সবিধা। আবাসিক ভবনসহ খাবারের মান অনেক ভাল। দিনে ৫বার খাবারের ব্যাবস্থা। মেয়েদেও জন্য অছে আলাদা হোস্টেল, ক্লাস রুম। প্রতিটি ক্লাস রুম মাল্টিমিডয়া। এখানে হেফজ শাখাটা অসাধারণ। প্রিন্সিপাল খুব অথিতি পরায়ন ও হেল্পফুল।