নিজস্ব সংবাদদাতা ; বিশ্ব জলবায়ু পরিবর্তনের প্রভাবে কৃষি খাতে ব্যাপক ঝুঁকি আসায় পরিবেশের সাথে মানিয়ে নতুন জাত নির্বাচন চাষ পদ্ধতি বিষয়ে জামালপুরে আঞ্চলিক গবেষণা সম্প্রসারণ পর্যালোচনা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রণয়ন বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার ১৫ অক্টেবর জামালপুর কৃষি গবেষণা কেন্দ্রের সেমিনার রুমে সকাল থেকে দিনব্যাপী কর্মশালায় বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট আঞ্চলিক কেন্দ্র জামালপুরের আয়োজনে চার জেলার কৃষি বিজ্ঞানীদের নিয়ে আঞ্চলিক গবেষণা সম্প্রসারণ পর্যালোচনা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটের আঞ্চলিক কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ আসাদুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট দিনাজপুর এর পরিচালক ড. মোঃ আলমগীর মিয়া, বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন জামালপুর আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ মন্জুরুল কাদির, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ময়মনসিংহ অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ সালমা আক্তার, জামালপুর বিডাব্লিউএমআরআই প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ মোখলেছুর রহমান। এ সময় বক্তারা বলেন,গম লাভ জনক ফসল হওয়া স্বত্বেও আস্তে আস্তে চাষাবাদ কমে যাচ্ছে। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশের কৃষিতে প্রভাব পরছে, ফলে কৃষি বিজ্ঞানীদের নতুন নতুন চ্যালেঞ্জের সম্মুখীন হতে হচ্ছে প্রতিনিয়ত। তার কারনে সময় উপযোগী চাষ পদ্ধতি, জাত নির্বাচন করতে হচ্ছে। দেশে শস্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ করতে কাজ করে যাচ্ছে। তাই কম সময়ে লাভজনক গম ও ভুট্টা উৎপাদন বৃদ্ধি করা যায় সেটি নিয়ে গবেষণা হচ্ছে। ময়মনসিংহ অঞ্চলের গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট এই কর্মশালায় ২৫ জন বৈজ্ঞানিক কর্মকর্তা অংশগ্রহণ করেন।
Related Posts
দেওয়ানগঞ্জ দুর্নীতি প্রতিরোধ বিষয়ে চরাঞ্চলের নারীদের প্রশিক্ষণ
- AJ Desk
- November 4, 2024
নিজস্ব সংবাদদাতা : দেওয়ানগঞ্জ দুর্নীতি প্রতিরোধ বিষয়ক ফোকাল পার্সনদের দক্ষতা উন্নয়ন চরাঞ্চলের নারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত […]
বকশীগঞ্জে বাবুল চিশতির জুট মিলের মূল্যবান যন্ত্রাংশ পাচারের সময় তিনটি ট্রাক জব্দ ও ৬ জনকে আটক!
- AJ Desk
- August 12, 2024
বকশীগঞ্জ প্রতিনিধি ; জামালপুরের বকশীগঞ্জে বাবুল চিশতি ইন্ডাস্ট্রিয়াল পার্কের ভেতরে জুট মিলের মূল্যবান যন্ত্রাংশ ও […]
জামালপুরে লোকাল ট্রেনে আগুন
- AJ Desk
- September 14, 2024
খাদেমুল ইসলাম : জামালপুরে ময়মনসিংহ থেকে দেওয়ানগঞ্জগামী ২৫৫ নাম্বার লোকাল ট্রেনের ইঞ্জিনরুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার […]