Monday, March 4, 2024
Homeজামালপুরজামালপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপিত

জামালপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপিত

এম.এ রফিক : ৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে জামালপুর জেলা প্রশাসন, দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, জামালপুর এবং দুর্নীতি প্রতিরোধ কমিটি, জামালপুর এর যৌথ আয়োজনে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), মোঃ মোক্তার হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ শফিউর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাসুদ আনোয়ার, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক মোঃ মাসুদ আলম খান। সনাক (টিআইবি), সভাপতি অজয় কুমার পাল প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান রাখেন দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়ের উপ পরিচালক মলয় কুমার সাহা। এছাড়া উপস্থিত ছিলেন উপ-পরিচালক (স্থানীয় সরকার), আব্দুল্লাহ আল মামুন বাবু, , সিভিল সার্জন ডা. প্রণয় কান্তি দাস, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), মোঃ সাইফুল ইসলাম, সমাজকর্মীসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

Most Popular

Recent Comments